• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়েতে পিঁড়িতে কনের পাশাপাশি মঙ্গলসূত্র পড়ানো হল পাত্রকেও, ছবি ভাইরাল হতেই শুরু ট্রোল!

অনেকেই বিয়ের সময় মঙ্গলসূত্র পরিয়ে থাকেন বিয়ের কণের গলায়। কিন্তু সম্প্রতি এক অভিনব বিয়ের খোঁজ মিলেছে। যেখানে বিয়েতে কণে ও বর দুজনের গলাতেই পড়ানো হল মঙ্গলসূত্র। সোশ্যাল মিডিয়াতে শারদুল কদম নামে এক ব্যক্তি প্রকাশ করেছেন যে তিনি তাদের বিয়ের দিন স্ত্রীর সাথে মঙ্গলসূত্র বিনিময় করেছেন। টুইটারে এই খবরটি শেয়ার হবার পর থেকেই সেটি ব্যাপকভাবে ভাইরাল হয়ে পড়েছে। ভাইরাল হবার পরেই সোশ্যাল মিডিয়াতে হাসির খোরাক হয়ে গিয়েছেন দুজনে।

আপনিও হয়তো ভাবছেন সত্যিই আজব কান্ড। যেখানে মেয়ের গলায় মঙ্গলসূত্র পড়ানো উচিত সেখানে ছেলে কেন মঙ্গলসূত্র পড়তে যাবে! তাহলে আপনাকে বলি শুধুই বিয়ে নয় বিয়ের আগে দুজনের এক হওয়ার গল্পটাও বেশ অদ্ভুত রকমের। দুজনে একই কলেজে পড়ত, তবে সেখানে তাদের প্রেম শুরু হয়নি। প্রেম শুরু হয়েছিলেন গ্রাডুয়েশনের চার বছর পর।

   

Shardul Tanuja

শারদুলের কথায় তার স্ত্রী তনুজা একদিন সোশ্যাল মিডিয়াতে হিমেশ রেশমিয়ার একটি গান শেয়ার করে লেখেন অত্যাচার। যার উত্তরে শারদুল লেখেন মহা অত্যাচার। এরপরেই শুরু হয় কথোপকথন বা বলতে গেলে এখানেই প্রেমের সূত্রপাত। এর কয়েক সপ্তাহ পর থেকেই একেঅপরের সাথে দেখা করতে শুরু করেন দুজনে।

শারদুল নিজেকে পোক্ত ফেমিনিষ্ট বলেই বিশ্বাসী। এই কথা শুনে হা হয়ে গিয়েছিল তনুজা। এরপর প্রায় ১ বছর ডেট করেছেন একেঅপরকে। তারপর বাড়িতে জানানো হয়, প্রথম পর্বের লকডাউন শেষ হতে তারা নিজেদের বিয়ের পরিকল্পনা শুরু করেছিল। এরপর বিয়ের দিন মেয়েদের মঙ্গলসূত্র পড়াতে হয় শুনে শারদুল বলেছিলেন যে এর কোনো মানে হয় নাকি! তখনই সে বলে ওঠে ঠিক আছে আমরা দুজনেই মঙ্গলসূত্র পড়ব।

Groom wears mangalsutra

শারদুলের কথা শুনে বাবা-মা থেকে শুরু করে আত্মীয় স্বজন অনেকেই মানা করেছিলেন। তবে তাদের কোথায় কান দেননি নারীবাদী শারদুল। শুধু তাই নয়, বিয়ের খরচ পর্যন্ত আধাআধি করেছেন শারদুল তনুজার পরিবারের সাথে। আর বিয়ের দিন মঙ্গলসূত্র পড়ানোর ছবি শেয়ার করেছিল সোশ্যাল মিডিয়াতে। এরপর হিউম্যানস অফ বোম্বে নামের একটি পেজের তরফে তাদের এই অদ্ভুত বিয়ের কাহিনী শেয়ার করা হয়।

শারদুল ও তনুজার বিয়ের কিছু ছবি শেয়ার করা হতেই মুহূর্তে ভাইরাল হয়ে পরে। কিন্তু ছবি ভাইরাল হতেই ট্রোলিংয়ের মুখে পড়তে হয়েছে তাদেরকে। এক নেটিজেনের মতে, ‘মঙ্গলসূত্র পরে ফেলেছিস এবার শাড়িটাও পরে ফেল’। যদিও তারা প্রথমে কিছু ট্রোলিং আশা করেছিল। তবে এতটা পরিমান আশা করেনি। অবশ্য কিছু মানুষ তাদের এই অভিনব পদক্ষেপকে স্বাগতও জানিয়েছেন।

site