• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের পিঁড়িতে বউয়ের উদ্দেশ্যে বরের ভালোবাসা ভরা গানের ভিডিও মন কাড়ছে নেটিজেনদের

Published on:

Viral Video of Wedding song

আজকাল ইন্টারনেটের যুগে মানুষের হাতে হাতে রয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোনের সাথে সাথে পপুলার হয়েছে সোশ্যাল মিডিয়া। চোখের সামনে কোনো ঘটনা ঘটলেই তা ক্যামেরাবন্দি করতে বেশ পটু আজকাল সকলেই। আর এই কারণেই আজকাল সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হয়ে পরে। এই সমস্ত ভাইরাল ভিডিও গুলির মধ্যে কখনো মানুষের তো কখনো পশুপাখিদের নানান আজব সমস্ত কীর্তিকলাপ দেখা যায় এই সমস্ত ভিডিওগুলির মধ্যে।

কেউ মুখ দিয়েই নানান পশুপাখির আওয়াজ বের করে দেখাতে পারে। আবার কখনো বনের হাতির রাস্তার মাঝে গাড়ি দাঁড় করিয়ে কলা চুরির ভিডিও দেখতে পাওয়া যায়। আবার অনেক প্রতিভার ভিডিও থাকে এই ভিডিওগুলির মধ্যে। নাচ গান থেকে শুরু করে কত সব বিরল প্রতিভার দেখা মেলে ভাইরাল ভিডিওর মধ্যে দিয়ে।

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়া মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। ভিডিওটি আসলে একটি বিয়ের ভিডিও। বর্তমানে অনেকেই প্রেম করে বিয়ের পিঁড়িতে বসছেন। কেউ দীর্ঘদিন ধরে প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসেন তো কেউ প্রেমে পরেই বিয়ের সিদ্ধান্ত নেন। ভিডিওতে যে বিয়ে দেখানো হয়েছে সেটি কোনধরনের তা বলা মুশকিল হলেও নবদম্পতির মধ্যে যে প্রেমের কমতি নেই তা নিশ্চিন্তে বলা যেতেই পারে।

Viral Video of Wedding song

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিয়ের পিঁড়িতে বসেই বউকে  উদ্দেশ্য করে গান ধরেছেন বর। তাও আবার ভালোবাসার গান ‘প্রাণ দিতে চাই মন দিতে চাই’। বিয়ের পিঁড়িতে বউয়ের উদ্দেশ্যে বরের এহেন রোমান্টিক গানের ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতেই ভাইরাল হয়ে পড়েছে নিমেষের মধ্যে।

ভিডিওটি কিছুটা পুরোনো, অর্থাৎ জানুয়ারির শেষের দিকে রেকর্ড করা হয়েছিল ভিডিওটি। তবে ভিডিওটি এখনও ব্যাপক পরিমানে ভাইরাল হয়ে রয়েছে সোশ্যাল মিডিয়াতে। ইতিমধ্যেই ভিডিওটিতে ৮০ হাজারের কাছাকাছি দর্শক হয়ে গিয়েছে। অনেকেই প্রেমে ভরপুর দম্পতিকে আশীর্বাদ করেছেন ভিডিওর কমেন্টে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥