• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়েতে মালা বদল করতে গিয়ে পাখায় ঝুলে পড়ল বর, ভিডিও শেয়ার হতেই হাসরি রোল নেটপাড়ায়

Published on:

প্রেমের সম্পর্ক পরিণতি পায় বিয়েতে (Wedding)। কথায় আছে বিয়েতেই হয় শুভ পরিণয়। তাছাড়া বাঙালি থেকে শুরু করে সমস্ত ভারতীয়দের মধ্যে বিয়ে মানেই বিশাল ব্যাপার। চারিদিকে আলোয় ঝলমল করে ওঠে, রীতিমত উৎসবের মত করে বিয়ে হয় এদেশে সাথে থাকে সানাই আর গান। যদিও সারা বছরই কম বেশি বিয়ে হয়ে থাকে, তবে বছরের শেষের দিকে অর্থাৎ শীতের সময়ে বিয়ের মাত্রা সবচাইতে বেশি বেড়ে যায়। শীতকাল মানেই বিয়ের বাড়ির ধুম, সোশ্যাল মিডিয়াতে বিয়ের ছবি আর ভিডিওতে ছড়াছড়ি।

এবছরেও ব্যতিক্রম হয়নি। করোনার ফলে অনেকেরই বিয়ে পিছিয়ে গিয়েছে আর অনেকে আগে থেকেই ঠিক করে রেখেছিলেন শীতকালীন বিয়ে। তারকা থেকে সাধারণ মানুষ এবছর শীতকাল যেন বিয়েতে ভরপুর। আর সাথে সোশ্যাল মিডিয়া প্রচুর পরিমানে বিয়ের ছবি আর ভিডিওতে ভরে গিয়েছে। বিয়েতে বর বৌকে নিয়ে নানান মজা করা হয়, বরের জুতো চুরি থেকে শুরু করে ঘর আটকানো অনেক কিছুই রয়েছে। এমনকি অনেকে শুভদৃষ্টির পর মালা বদলের সময় বড় বৌকে উঁচুতে তুলে দেন যাতে মালা বদলের সময় মজা করা যায়।

এবার সোশ্যাল মিডিয়াতে একটি বিয়ের ভিডিও ভাইরাল (Viral Video) হয়েছে। যেখানে শুভ দৃষ্টির পর মালা বদলের সময় বর কণেকে পিঁড়ি সমেত উঁচুতে তুলতে দেখা যাচ্ছে। কিন্তু মজার বিষয় হল বড় বৌকে এতটাই উঁচুতে তুলে দোয়া হয়েছে যে বড় ঝুলে পড়েছে মাথার ওপরের সিলিং ফ্যান ধরে। আর বরের পা ধরে ঝুলে পড়েছে বিয়ের কণে। এমন আজব বিয়ের কাণ্ডের ভিডিও করে শেয়ার করেছেন এক ব্যক্তি। আর সোশ্যাল মিডিয়াতে সেই ভিডিও শেয়ার হতেই নিমেষে ভাইরাল হয়ে পড়েছে ভিডিও। ভিডিও দেখে হাসতে হাসতে পেতে খিল ধরে গিয়েছে বহু দর্শকের।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥