• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বর পালালো মন্ডপ ছেড়ে! শেষমেশ এক আমন্ত্রিত ব্যক্তির গলায় মালা দিয়েই বিয়ে সারলো কনে

Wedding

কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে (Wedding) তিন বিধাতা নিয়ে। কে যে কার ভাগ্যে লেখা আছে তা বোঝা বড়ই দায়। আজকালকার দিনে এই বিয়ে হচ্ছে তো এই ডিভোর্স। বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্স যেন একটা নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অনেকে বলে কার সাথে কার বিয়ে হবে সেটা স্বর্গ থেকেই ঠিক হয়ে আসে। আর এর নড়চড় হলেই ঘটে বিপত্তি।

কর্ণাটকে (Karnataka) ঘটে গেল এমনই এক ঘটনা। বিয়ের সবকিছুই ঠিক। মহা আয়োজন করা হয়েছে কর্ণাটকের চিকমাগালুরু জেলার তারিকেরে তালুকে নবীন (Nabin) আর সিন্ধুর (Sindhu) বিয়ে উপলক্ষে। কিন্তু বিয়ের লগ্ন হবে হবে করছে এমন সময় হঠাৎ শোনা গেল সিন্ধুর হবু বর নবীন পালিয়েছে৷ কী করবে লগ্নভ্রষ্টা হবে সিন্ধু? বাড়ির লোক হিমশিম খেয়ে যায় চিন্তায়৷

কেঁদে ভাসাতে থাকেন নবীনের হবু স্ত্রী সিন্ধু। বিয়ের দিন সিন্ধুর লগ্নভ্রষ্ট হওয়ার চিন্তায় যখন সকলেই চিন্তিত, তখন ত্রাতার ভূমিকায় উদয় হন এক আমন্ত্রিত যুবক। বিয়ের আসরেই মিলে যায় সৎ পাত্র। বিয়ের নিমন্ত্রণ খেতে এসেছিলেন বেঙ্গালুরু মেট্রোপলিটন ট্রান্সপোর্ট কর্পোরেশন বা BMTC-র জনৈক কন্ডাক্টর,চন্দ্রাপ্পা। তাকে সিন্ধুর বাড়ির লোক বিয়ের প্রস্তাব দিতেই তিনি রাজী হয়ে যান। আর তার সাথেই মালাবদল করে বিয়ে সারেন সিন্ধু।

বিয়ের নেমন্তন্ন খেতে আসে বউ বাড়ি নিয়ে যাওয়ার আনন্দে রোমাঞ্চিত হয়ে ওঠেন চন্দ্রাপ্পাও। সুস্থ স্বাভাবিক ভাবেই সম্পন্ন হয় সিন্ধুর বিয়ে। কেবল বদলে যায় পাত্র।

পরে জানা যায়, সিন্ধুর যার সাথে বিয়ে হওয়ার কথা ছিল অর্থাৎ নবীন সে তার পুরোনো প্রেমিকার ভয়ে বিয়ের আগে পালিয়ে যেতে বাধ্য হন। কেননা তিনি নবীনকে হুমকি দিয়ে জানিয়েছিলেন নবীন যদি অন্য কাউকে বিয়ে করেন, তবে আমন্ত্রিত সব অভ্যাগতের সামনে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দেন তিনি। বান্ধবীর মৃত্যুর আশঙ্কায় নবীনেরও বিয়ে মাথায় ওঠে, বাধ্য হয়ে পালাতে বাধ্য হন তিনি। এদিকে, সিন্ধুও চন্দ্রাপ্পার হাত ধরে নিশ্চিন্ত হন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥