নেটদুনিয়াতে এখন ভাইরাল ভিডিওতে ছড়াছড়ি। এক সে এক ভিডিও দেখা যায় সোশ্যাল মিডিয়াগুলোতে। হাসি মজা থেকে শুরু করে আজব সব কান্ডকারখানা সবই থাকে এই ভিডিও গুলোতে। এবার আজব এক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সাপে ব্যাঙ খায় এতো সকলেরই জানা। কিন্তু ব্যাঙে সাপ খায় শুনেছেন কখনো? শোনেন নি তো! তাহলে এবার নিজের চোখেই দেখে নিন অদ্ভুত এই উল্টো ঘটনা।
সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক্কেবারেই প্রথাগত ঘটনার উল্টোটা দেখা গেল এদিন। ভাইরাল হবে নাই বা কেন! এধরনে আজব ঘটনা কি আর রোজ রোজ চোখে পড়ে। ভিডিওতে সবুজ রঙের একটি ব্যাঙ গিলে খাচ্ছে আস্ত একটি সাপ কে। সাপটিকে ধীরে ধীরে খেয়ে ফেলছে ব্যাঙটি। এতদিন সকলেই জানতো সাপের প্রিয় খাদ্য হচ্ছে ব্যাঙ। এবার সেই ঘটনায় উল্টে গেল। অর্থাৎ পৃথিবীতে খাদ্য খাদকের সম্পর্ক যেন পাল্টে গেল।
কথায় আছে নিয়ম থাকলে তার ব্যতিক্রমও রয়েছে। তারই নিদর্শন দেখা গেল এই ভিডিওটিতে। শেয়ার হবার পর থেকেই হু হু করে বেড়েছে দর্শকের সংখ্যা। যার ফলে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে ভিডিও টি। ইতিমধ্যেই ২৭ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন এই আজব ভিডিও টি। অনেকেই ভিডিও দেখে মন্তব্য করেছেন, ‘এ যেন প্রকৃতির উল্টো নিদর্শন’।