• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘কাঁচা বাদাম’ গানের নেশায় বুদ দ্য গ্রেট খালি, বিছানায় শুয়ে করলেন নেত্য, দেখুন ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার দৌলতে কখন কে আর কি যে ভাইরাল (Viral) হয়ে পরে সেটা বলা বেশ মুশকিল। কিছুদিন আগে বীরভূমের দুবরাজপুরের ভুবনবাবুর ‘কাঁচা বাদাম’ (Kacha Badam) গান হটাৎ করেই নেটপাড়ায় ব্যাপক ভাইরাল হয়ে যায়। সেই গানেই রাতারাতি ভাগ্য বদলে দিয়েছে তাঁর। সামান্য বাদাম বিক্রেতা থেকে  সেলেব্রিটি হয়ে গিয়েছেন তিনি। বড়সড় তারকারা এখন তাঁর গানে রিল ভিডিও বানান। এবার দ্য গ্রেট খালি (The Great Khali) নাম লিখলেন সেই দলে।

প্রথম ভাইরাল হওয়ার পর থেকে আজও সমানভাবেই জনপ্রিয় রয়েছে কাঁচা বাদাম। ছোট থেকে এবার সকলের মুখে মুখেই শোনা যাচ্ছে এই কাঁচা বাদাম গান। তাছাড়া শুধু ভারতে নয় বরং ভারতের বাইরেও তারকারা মেতেছেন কাঁচা বাদাম গানে রিল ভিডিও তৈরী করায়। তাহলে বুঝতেই পারছেন কোথায় পৌঁছেছে কাঁচা বাদামের জনপ্রিয়তা।

   

The Great Khali,Kacha Badam,Viral Video,দ্য গ্রেট খালি,কাঁচা বাদাম,খালি,The Great Khali Dancing on Kacha Badam,Kacha Badam Reel Video

সম্প্রতি দ্য গ্রেট খালি নিজের রিল ভিডিও শেয়ার করলেন সোশ্যাল মিডিয়াতে। দৈত্যাকার চেহারার খালিকে দেখে যে কেউ ভয় পেয়ে যেতেই পারেন। একসময় রেসলিংয়ের ময়দানে ধোবি পাছারও দিয়েছেন অনেককেই। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় তিনি। গ্ল্যামার জগতেও বেশ আনা গোনা রয়েছে। বিগ বসের মঞ্চেও দেখা গিয়েছিল খালিকে।

 

View this post on Instagram

 

A post shared by The Great Khali (@thegreatkhali)

ইনস্টাগ্রামে ৪০ লক্ষেরও বেশি অনুগামী রয়েছে তাঁর। সেখানে প্রতিনিয়ত ছবি থেকে শুরু করে ভিডিও শেয়ার করে নেন তিনি। আর সেখানেই কিছুদিন আগে নেটপাড়ায় ট্রেন্ডিংয়ে থাকা বাদাম বাদাম গানে নেচে উঠেছেন খালি। তবে নাচটা কিন্তু বাকিদের থেকে একেবারেই আলাদা। আর পাঁচ জনের মত হাত পা ছুড়ে নেচে নয় বিছানায় শুয়েই নেচে দেখিয়েছেন তিনি।

এমনিতেই বিশাল লম্বা খালি। যেকোনো বিছানাই তার কাছে ছোট পড়ে। শেয়ার  করা ভিডিওতে দেখা যাচ্ছে স্যুটেড বুটেড হয়ে হোটেলের বিছানায় শুয়ে রয়েছেন খালি। এরপর বিছানাতে শুয়েই নিজের স্টাইলে নেচে দেখিয়েছেন। সাথে ব্যাকগ্রউন্ডে রয়েছে কাঁচা বাদাম গান। এমনি একখানা ভিডিও কি আর ভাইরাল না হয়ে থাকতে পারে! মুহূর্তের মধ্যেই সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে।