বর্তমানের ইন্টারনেটের যুগে খুব কমই এমন লোক পাওয়া যাবে যারা ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন না। ছোট থেকে বড় সকলেই সোশ্যাল মিডিয়াতে মত্ত। সোশ্যাল মিডিয়াতে রোজই হাজারো ভিডিও ভাইরাল (Viral Video) হচ্ছে। কেউ নিজের অসাধারণ প্রতিভার প্রকাশ ঘটাচ্ছেন তো কোনো ভিডিওতে মজার সমস্ত কান্ড কারখানা দেখা যাচ্ছে। আবার কিছু ভিডিওতে পশু পাখিদের নানান কীর্তি দেখা যায়।
ভাইরাল ভিডিওতে অনেক মজাদার জিনিস থাকে দেখবার মত। এই যেমন কোনো এক ব্যক্তি অবিকল পশু পাখিদের মত আওয়াজ বের করে দেন গলা দিয়ে। তো কেউ আবার অভিনব পদ্ধতিতে মাছ ধরা দেখিয়ে দেয়। মাছ ধরার এমন সমস্ত পদ্ধতি দেখায় ভিডিওগুলিতে যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল গান ‘টুম্পা সোনা, দুটো হাম্পি দেনা’ এর তালে কোমর দুলিয়ে এক দাদুকে উদ্যম নাচতে দেখা গেছিল! আর দাদুর নাচ দেখতে রীতিমত ভিড় জমে গিয়েছে রাস্তার ধারে। দাদুকে গোল করে ঘিরে দাঁড়িয়ে অজস্র লোকে দাদুর নাচ দেখেছিল। অনেকে আবার দাদুর নাচ ক্যামেরাবন্ধী করছিলেন নিজের ফোনে। এদের মধ্যেই কোনো এক জন দাদুর ‘টুম্পা সোনা’ গানে এই উদ্যম নাচের ভিডিও শেয়ার করেছে সোশ্যাল মিডিয়াতে।
এবার এক বৃদ্ধার নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে। ভিডিওতে হিন্দি গানের তালে দুর্দান্ত এনার্জিতে ভরপুর হয়ে নাচতে দেখা যাচ্ছে ঠাকুমাকে। দেখে বোঝাই যাচ্ছে বয়স যথেষ্ট হয়েছে। তবে ঠাকুমার নাচে কিন্তু বয়সের কোনো ছাপ পড়েনি। আর হিন্দি গানে ঠাকুমার এই দুর্দান্ত নাচের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হবার পর থেকেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে পড়েছে।