• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বেরিয়ে এসেছে হাড়, কুচকেছে চামড়াও! অসুস্থ শরীরে হারমোনিয়াম বাজিয়ে দুর্দান্ত গাইলেন বৃদ্ধ, ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার (Social Media) দৌলতে প্রতিদিন কতশত কান্ডকারখানা দেখা মেলে। এমন অনেক কিছুই সামনে আসে যেটা দেখলে অবাক হয়ে পড়েন সকলে। মোবাইল স্ক্রিন স্ক্রোল করার সাথে সাথে প্রতি মুহূর্তেই আসতে থাকে নিত্যনতুন আপডেট। আর মুহূর্তে মধ্যেই সেইসব পোস্টে বয়ে যায় লাইক, কমেন্ট, শেয়ারের বন্যা। এভাবেই নিমেষের মধ্যেই ভাইরাল (Viral) হয়ে যায় একের পর এক আনকোরা পোস্ট।

তাই সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন সবাই ভাইরাল। শুধু সময়ের অপেক্ষা, আনকোরা কিছু চোখে পরলেই হয়। ভাইরাল হতে সময় লাগে না এক মুহুর্তও। এই ভাইরালের ভিড়ে মাঝেমধ্যে সত্যি সত্যিই উঠে আসে একেটা দুর্দান্ত ভিডিও, যা দেখে অবাক হওয়া ছাড়া উপায় থাকেনা।

   

হারমোনিয়াম,বৃদ্ধ দাদু,সোশ্যাল মিডিয়া,ভাইরাল,ভিডিও,old grand father,social media,video,viral

কেউ দুর্দান্ত গান গাইতে পারে তো কেউ আবার অসাধারণ নাচতে পারে। না! বয়সের কোনো গন্ডি মানে না এই প্রতিভাধারীরা। কখনো খুদে শিল্পী তো কখনো বয়স্ক শিল্পীদের দেখা মেলে। দারিদ্রতাকে হার মানিয়ে অনেকেই নিজেদের প্রতিভা বাঁচিয়ে রাখেন। আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে তাদের প্রতিভার ভিডিও শেয়ার করা হলে তা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে।

আর এই মুহুর্তে এই ভাইরাল হওয়ার প্রকৃষ্ট উদাহরণ হল ভুবন বাদ্যকর এবং রানু মন্ডল। এবার ভাইরাল হয়েছে একজন বৃদ্ধর ভিডিও। বয়সে যার শরীর ভেঙে চৌচির হয়ে গিয়েছে, গলার হাড় গিয়েছে বেরিয়ে, মাংস পড়েছে ঝুলে৷ ওই বৃদ্ধ দাদু এই বয়সেও হারমোনিয়াম বাজিয়ে গান ধরেছেন ‘তোমার লাইগা পরান কান্দে’ নামক এই অসাধারণ গানটি। তার গান শুনে মুগ্ধ হয়েছেন শ্রোতারাও। আর এই ভিডিও ভাইরাল হতেও বেশি সময় লাগেনি।