সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে কে না ভালোবাসে। সারাদিনের ক্লান্তি শেষে টিভির পর্দায় এই মেগা সিরিয়ালগুলিই দর্শকদের বিনোদনের একমাত্র রসদ। দিনের পর দিন সিরিয়ালে অভিনয় করতে করতেই এই সিরিয়ালের চরিত্ররাই হয়ে ওঠেন দর্শকদের একেবারে ঘরের মানুষ।
তবে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরেও প্রিয় চরিত্রদের ভুলতে পারেন না দর্শক। সিরিয়ালপ্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের এমনই একটি সিরিয়াল ছিল স্টার জলসার ‘গ্রামের রানী বীণাপাণি’ (Gramer Rani Binapani)। এই সিরিয়ালে নায়িকা বীণাপাণির চরিত্রে অভিনয় করে দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন নবাগতা অভিনেত্রী অ্যানমেরি টম (Annmary Tom)।
তবে নাম শুনেই হয়তো অনেকেই মনে করেন এই অভিনেত্রী আসলে বাঙালি নন। কিন্তু আসলে তা নয় পর্দার এই বীণাপাণি আসলে অর্ধেক বাঙালি এবং অর্ধেক মালায়ালি। তাই অবাঙালি হয়েও সিরিয়ালে অ্যানমেরির ঝরঝরে বাংলা শুনে এক কথায় মুগ্ধ হয়েছিলেন দর্শক। এই ধারাবাহিকে তার বিপরীতে শতদ্রু চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল জনপ্রিয় অভিনেতা হানি বাফনাকে।
তবে এবার অ্যানিমেরির অনুরাগীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আসছে অভিনেত্রীর নতুন সিরিয়াল (New Serial) ‘ফাগুনের মোহনা’ (Faguner Mohona)। তবে এবার কোন প্রথম সারির বিনোদনমূলক চ্যানেল নয়। অ্যানিমেরি ফিরছেন সান বাংলার হাত ধরে। এখনও পর্যন্ত প্রকাশ্যে আসা এই সিরিয়ালের প্রোমো দেখে বোঝা যাচ্ছে অ্যানিমেরি এক প্রত্যন্ত গ্রামের মেয়ে। যে স্বপ্ন দেখে নায়িকা হওয়ার।
টিভির পর্দায় বীণাপানি শেষ হওয়ার পর হানি ইতিমধ্যেই ফিরেছেন তার নতুন সিরিয়াল নিয়ে। জি বাংলার পর্দায় সদ্য শুরু হয়েছে অভিনেতার নতুন সিরিয়াল ‘সোহাগ জল’। তবে এখনও পর্যন্ত অভিনয় করতে দেখা যায়নি দর্শকদের প্রিয় অভিনেত্রী অ্যানমেরিকে। কিন্তু অভিনেত্রীর অনুরাগীরা বহুদিন ধরেই অপেক্ষা করছেন তাকে আরো একবার টিভির পর্দায় দেখার জন্য।
View this post on Instagram
তার সেই স্বপ্ন পূরণের গল্প নিয়েই এগোতে চলেছে এই সিরিয়ালের গল্প। প্রোমো প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীর অনুরাগীরা দারুন খুশি। বীণাপাণির পর এবার এই সিরিয়ালে অ্যানিমেরির নাম হতে চলেছে রুমঝুম। যে আসলে আয়ুস নামে এক সুপারস্টারের ভীষণ ভক্ত। তাকে সে ভগবানের চোখে দেখে। প্রোমোতে প্রিয় নায়কের ছবি দেখতে দেখতে রুমঝুম জানায় নিজের স্বপ্নের নায়কের সাথে সে দেখা তো করবেই।