• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রপোজ ডে’র দিনে বউকে হাঁটু মুড়ে ‘বিয়ে করবে’ প্রস্তাব দিল গৌরব! ভাইরাল রোমান্টিক মিষ্টি ভিডিও

এক বছর সুখী দাম্পত্য কাটিয়ে ফেলার পর প্রেমের সপ্তাহে প্রপোজ ডে’র দিন স্ত্রী দেবলীনা কুমারকে (Devlina Kumar) হাঁটু মুড়ে তরুণ প্রেমিকের কায়দায় বিয়ের প্রস্তাব দিলেন গৌরব চ্যাটার্জি (Gourab Chatterjee)। ২০২১ সালের ডিসেম্বরেই মহানায়ক উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সাথে সাত পাকে বাঁধা পড়েছেন অভিনেত্রী তথা নৃত্যশিল্পী তথা মডেল দেবলীনা কুমার । অনান্য সেলেবদের মতোই সোশ্যাল মিডিয়াতে নিয়মিত অ্যাক্টিভ থাকেন দেবলীনা। নানান ধরনের রিল ভিডিও থেকে শুরু করে ফিটনেস ভিডিও রোজকার জীবনের নানান টুকরো ছবিই দেখা যায় তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায়।

প্রথমে সনাতনী হিন্দু মত, তারপর ইসলামিক মত এবং সবশেষে খ্রিষ্টীয় ক্যাথলিক মতে দেবলীনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জি। কিন্তু আশ্চর্যের ব্যাপার বিয়ে হয়ে চুটিয়ে একবছর সংসার করে ফেলার পরেও নাকি স্ত্রী দেবলীনাকে কোনোওদিন ফর্মালি প্রপোজই করেননি গৌরব।

   

দেবলীনা কুমার,গৌরব চ্যাটার্জি,টলিউড,প্রপোজ ডে,Devlina Kumar,gourab Chatterjee,tollywood,propose Day

কিন্তু এতবড় অপবাদ মাথায় নিয়ে আর ক’দিনই বা চলা যায়? তাই আর বেশি দেরী করলেন না গৌরব। ভালোবাসার সপ্তাহ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, রোজ ডের পর মঙ্গলবারই ছিল প্রপোজ ডে। আর এই মোক্ষম দিনে সুযোগ ছাড়লেন না গৌরব। রোজই সকালে দেবলীনাকে নিয়ে কলকাতার এপ্রান্ত থেকে অন্যপ্রান্তে সাইকেল নিয়ে চক্কর দেন গৌরব।

দেবলীনা কুমার,গৌরব চ্যাটার্জি,টলিউড,প্রপোজ ডে,Devlina Kumar,gourab Chatterjee,tollywood,propose Day

এদিন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে সাইকেল থামিয়ে স্ত্রীকে এক্কেবারে হাঁটুমুড়ে প্রপোজ করে বসলেন গৌরব। এক হাতে সাইকেল আর আরেকহাতে দেবলীনার হাত ধরে গৌরবের সপাট প্রস্তাব ‘উইল ইউ ম্যারি মি?’ আর এই মিষ্টি ভিডিও নিজেই শেয়ার করেছেন দেবলীনা। আর এই ভিডিও শেয়ার করে বেশ ফুরফুরে মেজাজে অভিনেত্রী এও জানিয়েছেন, “১৪ মাস বিয়ের পর আজ প্রথমবার ফর্মালি প্রপোজ করল গৌরব। ও খুব কম আই লাভ ইউ বলে। আমি তাতেই খুশি। কিন্তু ও এত কিউট এই ভিডিও পোস্ট না করে থাকতে পারলাম না। ” এই মিষ্টি রোমান্টিক ভিডিও তুমুল ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

 

 

View this post on Instagram

 

A post shared by Devlina Kumar (@devlinakumar)