• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আসছে গোয়েন্দা গিন্নির সিজন ২! এক ফ্রেমে ভেলকি-দুলকি-বোতামকে দেখেই জল্পনা নেটপাড়ায়

বছর বছর টেলিভিশনের পর্দায় কত সিরিয়াল যায় আর আসে।কিন্তু এরই মধ্যে এমন কিছু সিরিয়াল থাকে যা শেষ হওয়ার পরেও দর্শকদের কাছে পুরনো হয় না কোনদিনও। বাংলা সিরিয়াল (Bengali Serial) প্রেমী দর্শকদের অত্যন্ত পছন্দের এমন একটি সিরিয়াল ছিল জি বাংলার (Zee Bangla) ‘গোয়েন্দা গিন্নি’ (Goyenda Ginni)।

আজ থেকে প্রায় আট বছর আগে ২০১৫ সালে শুরু হয়েছিল জি বাংলার জনপ্রিয় মেগা সিরিয়াল গোয়েন্দা গিন্নি।  সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া থেকে বেরিয়ে একেবারে ছকভাঙা এই সিরিয়াল শুরু থেকেই মন জয় করে নিয়েছিল দর্শকদের। তাই এই সিরিয়াল শেষ হয়ে যাওয়ার এত বছর পরেও আজও গোয়েন্দা গিন্নীর সিজন টু নিয়ে আসার আবদার জানাতে থাকেন অনুরাগীরা।

   

Goyenda Ginni Indrani Halder

প্রসঙ্গত এই সিরিয়ালের অত্যাধিক জনপ্রিয়তার কথা মাথায় রেখেই লকডাউনের সময় এই ধারাবাহিকের নতুন করে সম্প্রচার করা শুরু হয়েছিল। সে সেসময়ও টি আর পি তালিকায় বেশ ভালোই ফল করেছিল এই সিরিয়াল।

ধারাবাহিকের নায়িকা অর্থাৎ গোয়েন্দা পরমা মিত্রের চরিত্রে ইন্দ্রানী হালদার ছাড়াও এই সিরিয়ালে ছিল দর্শকদের পছন্দের একাধিক চরিত্র।জনপ্রিয়তা পেয়েছিলেন সিরিয়ালের। শিশুশিল্পীরাও। তাই এই ধারাবাহিকের ভেলকি-দুলকি আর বোতাম বাবুকে নিশ্চই আজও ভোলেননি দর্শক।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গোয়েন্দা গিন্নি,Goyenda Ginni,পরামা মিত্র,Parama Mitra,ভেলকি,Velki,দুলকি,Dulki,বোতাম,Botam

ধারাবাহিকে পরমার যা নন্দার ছেলে মেয়ে হয়েছিল  বোতাম আর ভেলকি।  আর পরমার মেয়ে হয়েছিল দুলকি।  ধারাবাহিকে ক্ষুদে ভেলকি চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সম্পূর্ণা মন্ডল আর অন্যদিকে দুলকি হয়েছিলেন অভিনেত্রী সহেলী ঘোষ। এছাড়া সকলের প্রিয় বোতাম চরিত্রে অভিনয় করেছিলেন সমৃদ্ধ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গোয়েন্দা গিন্নি,Goyenda Ginni,পরামা মিত্র,Parama Mitra,ভেলকি,Velki,দুলকি,Dulki,বোতাম,Botam

এখন এই তিন শিশু শিল্পীই কিন্তু আর আর ছোট্টটি নেই। তারা তিনজনেই এখন বেশ বড়। গোয়েন্দা গিন্নি শেষ হওয়ার এতদিন পর অবশেষে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন পর্দার এই ভেলকি দুলকি আর বোতাম। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দুই সহ অভিনেতার সাথে  গোয়েন্দাগিনীর সময়কার পুরনো ছবি আর এখনকার ছবি শেয়ার করে নিয়ে সম্পূর্ণা লিখেছেন ‘তখন আর এখন। ভেলকি, দুলকি আর বোতাম। বহুদিন পর এই ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় গোয়েন্দা গিন্নীর স্মৃতিতে ডুব দিয়েছিলেন নেটিজেনরা।