• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আর নয় কূটকচালি ষড়যন্ত্র, শীঘ্রই ‘গোয়েন্দা গিন্নি সিজেন ২’ নিয়ে পর্দায় ফিরছেন ইন্দ্রানী হালদার!

বাঙালিদের বিনোদনের মাঝে সিরিয়াল (Serial) থাকেই। একাধিক চ্যানেলে ভিন্ন কাহিনীর সিরিয়াল সম্প্রসারিত হয়। তবে সব সিরিয়ালের মধ্যেই কূটকচালি আর এক ঘেয়ে ড্রামা যেন ভরে গিয়েছে দিনে দিনে। আর এই সমস্ত কূটকচালি সিরিয়ালের ভিড়ে দর্শকদের অনেকেই মিস করছেন একেবারে ভিন্ন স্বাদের ‘গোয়েন্দা গিন্নি (Goyenda Ginni)’ সিরিয়ালকে। এবার গোয়েন্দা গিন্নি নিয়ে সুখবর দিলেন ইন্দ্রানী হালদার (Indrani Halder)।

কূটকচালি বা প্রেমের ন্যাকামো কিছুই ছিল না তবে মানুষের মন জয় করতে পেরেছিল গোয়েন্দা গিন্নি সিরিয়ালটি। সিরিয়ালের মূল গিন্নি পরমা মিত্রের চরিত্রে অভিনয় করেছিলেন ইন্দ্রানী হালদার। দুর্দান্ত অভিনয় আর সাথে মজাদার কাহিনী দর্শকদের মন তো জয় করারই ছিল। বাড়ির বউ হবার পাশাপাশি রহস্যের গন্ধ পেলেই ছুটে গিয়ে সমাধান। টিআরপি লিস্টেও বেশ ভালো ফলাফল ছিল সিরিয়ালের।

   

Goyenda Ginni Indrani Halder

২০১৫ সালের ৭ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছিল সিরিয়ালটি, চলেছিল ২০১৬ পর্যন্ত। কিন্তু এই একবছরের মধ্যেই দর্শকদের মন কেড়ে নিয়েছিল ইন্দ্রানী হালদার, ইন্দ্রজিৎ বসু, রত্না ঘোষাল, সৌরভ চ্যাটার্জীর মত অভিনেতারা মিলে। গোয়েন্দা গিন্নি শেষ হওয়ার পর দীর্ঘদিন শ্রীময়ীতে অভিনয় করেছেন অভিনেত্রী। শ্রীময়ী শেষ হতেই নেটপাড়ায় দাবি জানাতে শুরু করেছিল গোয়েন্দা গিন্নি সিজেন ২ যেন শুরু হয়।

Indrani Haldar গোয়েন্দা গিন্নি ইন্দ্রানী হালদার

এবার দর্শকদের জন্য মিলল সুখবর। শীঘ্রই পর্দায় ফিরতে পারে গোয়েন্দা গিন্নি সিজেন ২। যেখানে আবারো গিন্নি প্লাস গোয়েন্দা রূপে দেখা যাবে ইন্দ্রানী হালদারকে। এই খবর প্রকাশ্যে আসতেই খুশি হয়ে গিয়েছেন দর্শকেরা। যেমনটা জানা যাচ্ছে হয়তো আগামী মাস থেকেই পর্দায় ফিরতে পারে এই জনপ্রিয় সিরিয়াল। ইতিমধ্যেই শুটিংয়ের প্রস্তুতি চলছে, আগামী মাস অর্থাৎ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে শুটিং।

প্রসঙ্গত, ঘনিষ্ঠ সূত্রমতে এই খবর জানা গিয়েছে। তবে চ্যানেল কর্তৃপক্ষের তরফে কোনো অফিসিয়াল ঘোষণা এপর্যন্ত মেলেনি। তবে গোয়েন্দা গিন্নি সিজেন ২ এর খবর দর্শকদের কাছে যতটা আনন্দকর তা চোখে পড়ার মত। সুতরাং শুরু হলে যে জনপ্রিয়তা টিআরপি লিস্টে বাকিদের জব্বর টেক্কা দেবে সেটা বলা যেতেই পারে।