আরিয়ান খান (Ariyan Khan) নামটা বর্তমানে সকলের কাছেই বেশ পরিচিত। শাহরুখ খানের (Shahrukh Khan) ছেলে হওয়ার দরুন আগেভাগেই সেলেব পুত্র ছিলেন আরিয়ান। কিন্তু গত বছর মাদক মামলায় নাম আসতে সকলের কাছেই আরও বেশি পরিচিত নামটা। মামলায় নাম থাকলেও কোনো প্রমাণ পাওয়ায় নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) ক্লিন চিট দিয়েছে তাঁকে। আর এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দিকেই উঠল আঙ্গুল।
আরিয়ান মামলার প্রাথমিক তদন্তের দায়ভার ছিল সমীর ওয়াংখেড়ের টিমের। তাদের বিরুদ্ধে উঠেছে অভিযোগ। চার্জশিটে ৭-৮ জন আধিকারিকের নাম রয়েছে, ও অভিযোগ বেআইনিভাবে তদন্ত করেছেন তাঁরা। এবার এই বিষয় নিয়ে মুখ খুলতেই বিস্ফোরক স্বঘোষিত ফিল্ম সমালোচক কমল রাশিদ খান (Kamal Rashid Khan)।
কেআরকে (KRK) এমনিতেই নিজের বক্তব্যের জন্য একপ্রকার কুখ্যাত বলা যেতে পারে। কিন্তু আরিয়ান মামলায় শাহরুখ ও তাঁর ছেলের পক্ষই নিয়েছিলেন তিনি। সম্প্রতি NCB এর বিরুদ্ধে অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি। টুইটে তিনি লেখেন, ‘NCB-র অন্তর্বর্তীকালীন তদন্তের ভিত্তিতে আরিয়ান খানকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। তাই এখন প্রত্যেকটি নির্লজ্জ মিডিয়া হাউসের উচিত মিডিয়া ট্রায়ালের জন্য আরিয়ানের কাছে আনুষ্ঠানিক ভাবে ক্ষমা চাওয়া।’
শুধু তাই নয়, ‘বিনা দোষে ২৮ দিন তাঁকে জেলে রাখার জন্য সরকারেরও উচিত তাঁকে ক্ষতিপূরণ দেওয়া।’ কেআরকের এই টুইট নিমেষের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। অবশ্য এর আগেই কেআরকে নিজেও জেলে গিয়েছিলেন কিছুদিনের জন্য। যেটা নাকি বলিউডের বিরুদ্ধে মুখ খোলার ‘শাস্তি’ বলেই মানেন তিনি।
প্রসঙ্গত, অগাস্ট মাসে ৩০০০ পাতার একটি চার্জশিট জমা করা হয়েছিল। সেখানে বিশেষ তদন্তকারী দলের দাবি, তদন্তে অনেক ফাঁক ছিল। যেমন ক্রুজ থেকে গ্রেফতারের সময় আরিয়ান বা তাঁর সঙ্গীদের স্বাস্থ্যপরীক্ষা করা হয়নি। তবে গ্রেফতারির পর ২৮ দিন জেলবন্দি থাকতে হয়েছিল শাহরুখপুত্রকে। কিন্তু শেষে প্রমাণ না থাকায় ফাঁকির অভিযোগ উঠেছে NCB-র দিকেই।