• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গোবিন্দার ছবির খুদে রাজা এখন সুন্দরী অভিনেত্রী, কাঁপাচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রি! রইল ভাইরাল ছবি

Published on:

Govinda’s Hatya film’s Raja is now famous South Indian actress Sujitha, see pics

১৯৮৮ সালে মুক্তি পেয়েছিল গোবিন্দা (Govinda) অভিনীত সুপারহিট ছবি ‘হত্যা’ (Hatya)। বক্স অফিসে ঝড় তুলেছিল সেই ছবিটি। মাত্র ১.৯০ কোটি টাকার বাজেটে তৈরি সিনেমা তখনকার দিনে ৪.৩০ কোটি টাকার ব্যবসা করেছিল। ছবির কাহিনী থেকে শুরু করে অভিনেতা-অভিনেত্রীদের অভিনয়, সব কিছু এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে।

সুপারস্টার গোবিন্দা ছাড়াও এই ব্লকবাস্টার সিনেমায় জনপ্রিয় কমেডিয়ান জনি লিভার এবং অভিনেত্রী নীলম কোঠারি অভিনয় করেছিলেন। তাঁদের অভিনীত চরিত্রের সঙ্গেই খুদে রাজার চরিত্রটিকেও এখনও দর্শকদের মনে রয়েছে। কারণ ছবির গল্প তাঁকে ঘিরেই আবর্তিত হয়েছিল।

Hatya Movie

‘হত্যা’য় দেখানো হয়েছিল, আচমকা দেখা হয় ছোট্ট রাজা কীভাবে গোবিন্দার ‘প্রায়োরিটি’ হয়ে উঠেছে। তবে আপনি কি জানেন, ছোট্ট রাজার (Raja) চরিত্রে যে শিল্পীকে দেখা গিয়েছিল, তিনি আসলে অভিনেতা নন, বরং অভিনেত্রী। এখন সাউথ ইন্ডাস্ট্রিতে দাপিয়ে কাজ করছেন তিনি।

Raja from Hatya

গোবিন্দা অভিনীত ‘হত্যা’ ছবিতে যে শিল্পী ছোট্ট রাজার চরিত্রে অভিনয় করেছিলেন, তিনি আর কেউ নন বরং দক্ষিণী ইন্ডাস্ট্রির নামী অভিনেত্রী সুজিতা (Sujitha)। মাত্র ৫ বছর বয়সে বিনোদন দুনিয়ায় পা রাখা এই অভিনেত্রী এখন সাউথের নামী নায়িকা হয়ে গিয়েছেন।

Sujitha

সুজিতা এখনও পর্যন্ত ১০০’রও অধিক ছবিতে কাজ করে ফেলেছেন। এছাড়াও একাধিক জনপ্রিয় ধারাবাহিকেও দেখা গিয়েছে তাঁকে। সাউথ ইন্ডাস্ট্রির নিয়মিত দর্শকরা একডাকেই তাঁকে চেনেন। তবে সুজিতা এই মুহূর্তে অভিনয় থেকে খানিক বিরতি নিয়েছেন। তবে অভিনয় থেকে দূরে গেলেও, সম্প্রতি তাঁকে একটি রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা গিয়েছিল।

Sujitha

‘হত্যা’ ছবির খুদে রাজা তথা সুজিতার ব্যক্তগত জীবনের দিক থেকে বলা হলে, ১৯৮৩ সালে ১২ জুলাই কেরলে জন্ম হয়েছিল তাঁর। ছোট্ট বয়সেই সিনেমার দুনিয়ায় পা রাখেন তিনি। একের পর এক ব্লকবাস্টার প্রোজেক্টে কাজ করার পর সাউথের নামী নির্দেশক ধনুষের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সুজিতা। তাঁদের এক ছেলেও রয়েছে। অভিনেত্রী এই মুহূর্তে স্বামী-ছেলেকে নিয়ে চেন্নাইয়ে থাকেন। সেখানেই সুখে সংসার এবং কাজ- দুইই করছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥