বলিউডের ভাইজান সালমান খানকে (Salman Khan) সকলেই চেনে, তার জনপ্রিয়তাও রয়েছে ব্যাপক। তেমনি বলিউডের আরেক অভিনেতা হলেন গোবিন্দা (Govinda)। যেমন অভিনয় তেমন ড্যান্সের কারণে তিনি সুপার হিট। এই দুই অভিনেতাকে ২০০৭ সালে একত্রে একি ছবিতে দেখা গিয়েছিল পার্টনার (Partner) ছবিতে।
ছবিতে সালমান ও গোবিন্দার অনবদ্য অভিনয় মন জিতেছিল সমস্ত দর্শকদের। ছবিটিও সুপার হিট হয়েছিল । এমনকি ছবির একটি দৃশ্য যেখানে গোবিন্দা সালমান খানের কাছে নিজের খুশি প্রকাশ করেছিলেন সেটি আজও মনে রয়েছে দর্শকদের। গোবিন্দা সালমানকে বলেছিলেন, ‘ ইতনি খুশি! ইতনি খুশি মুঝে আজ তক কাভি ভি নেহি হুই ‘।
দর্শকরা আজও এই জুটিকে ফের রুপোলি পর্দায় দেখার জন্য আগ্রহী রয়েছেন। কিন্তু জানেন কি পার্টনার ছবির পরেও এক ছবিতে একত্রে দেখা যেতে পারতো গোবিন্দা ও সালমান জুটিকে। যদিও গোবিন্দা ছবিটি করার জন্য মানা করে দেন তাই দর্শকদের সালমান-গোবিন্দা জুটিকে পুনরায় পর্দায় দেখার থেকে বঞ্চিত হয়েছেন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে গোবিন্দা এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, পার্টনার ছবি হিট হবার পরে আরো একটি ছবির প্রস্তাব আসে তার কাছে। যে ছবিতে সালমান খানের সাথে অভিনয় করতে হত তাঁকে। ছবিটি ছিল সুপারহিট মারাঠি ছবি শিক্ষানাচায়া আইচা ঘো’ এর রিমেক। বলিউডে এই ছবিটির নাম হয়েছিল ‘হিরো নম্বর ওয়ান’, এই ছবিতে একত্রে কাজ করার কথা ছিল গোবিন্দা ও সালমানের। কিন্তু ছবিটি স্ক্রিপ্ট অর্থাৎ গল্প মনে ধরেনি গোবিন্দার।
যেহেতু ছবির গল্প পছন্দ হয়নি তাই ছবির জন্য রাজি হননি অভিনেতা। এই প্রসঙ্গে গোবিন্দা বলেন, বর্তমানে কাজের জন্য অপেক্ষা করে আছি। তবে কাজ করব মানেই এই নয় যে যেকোনো গল্পেই অভিনয় করতে হবে। ছবির গল্প যদি মন ছুঁয়ে না যায় তাহলে সেই ছবি করতে আমি ইচ্ছুক নই। এর পাশাপাশি তিনি এও বলেন, ভবিষ্যতে ভালো গল্প হলে আবারো বড়পর্দায় একত্রে দেখা যেতেই পারে গোবিন্দা ও সালমান খান জুটিকে।