• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হটনেসে নোরা সানিও ফেল, নেটপাড়ায় আগুন ধরিয়েছেন গোবিন্দার ভাগ্নি! রইল সুন্দরীর ছবি

Published on:

Govinda Niece Aarti Singh Beautiful photos

বলিউড সুপারস্টার গোবিন্দাকে (Govinda) কে না চেনে। একাধিক জনপ্রিয় সিনেমায় দুর্দান্ত অভিনয় করেছেন তিনি। তবে অভিনয়ের পাশাপাশি আরও একটি কারণে তিনি অনুরাগীদের চর্চার কেন্দ্রে চলে এসেছিলেন। তা হল, ভাগ্নে কৃষ্ণার সঙ্গে সুপারস্টারের অম্লমধুর সম্পর্ক। তবে এবার ভাগ্নে নয়, নিজের ভাগ্নির (Govinda’s niece) কারণে সংবাদের শিরোনামে উঠে এসেছেন অভিনেতা।

সম্প্রতি গোবিন্দার ভাগ্নি সামাজিক মাধ্যমে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠেছে। আসলে অভিনেতার ভাগ্নি আরতি সিং (Aarti Singh) মালদ্বীপ ঘুরতে গিয়েছেন। সেখানে গিয়েই সমুদ্রসৈকতে সবুজ রঙা বিকিনি পরে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন। যা দেখে হুঁশ উড়েছে নেটপাড়ার বাসিন্দাদের।

Govinda

আরতির শেয়ার করা একটি ছবিতে দেখা গিয়েছে নীল রঙের বিকিনি পরে পুলের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। চোখে রয়েছে রোদচশমা। অপর একটি ছবিতে আবার দেখা যাচ্ছে, সবুজ রঙা একটি বিকিনি পরে জলের ধারে শুয়ে রয়েছেন। এই ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শান্তি, ভালোবাসা এবং বিকিনি’।

Aarti Singh Maldives picture

গোবিন্দার এই ভাগ্নি সম্পর্কে কমেডিয়ান কৃষ্ণার নিজের বোন। বড় পর্দায় দেখা না গেলেও ছোট পর্দার জনপ্রিয় মুখ আরতি। বেশ কয়েকটি জনপ্রিয় রিয়্যালিটি শো’য়েও দেখা গিয়েছে তাঁকে। সেই আতলিকায় নাম রয়েছে ‘বিগ বস’এর মতো সুপারহিট শোয়ের। ‘বিগ বস ১৩’এ সিদ্ধার্থ শুক্লা, আসিম রিয়াজ, শেহনাজ গিলের পাশাপাশি আরতিও ছিলেন। সেখানে সিদ্ধার্থের প্রতি তাঁর অনুভূতির বিষয়টি দর্শকদের আকৃষ্ট করেছিল। সলমন খান সঞ্চালিত এই শোয়ের পাশাপাশি ‘মায়কা’, ‘গৃহস্থি’, ‘পরিচয়’, ‘উত্তরণ’, ‘দেবোঁ কে  দেব মহাদেব’, ‘সন্তোষী মা’, ‘গঙ্গা’, ‘বারিশ’এর মতো ধারাবাহিকের নাম রয়েছে।

Aarti Singh

৩৭ বছর বয়সি আরতি ‘বিগ বস’ থেকে বেরনোর পর থেকেই শরীরচর্চা শুরু করেছিলেন। অভিনেত্রীর এখনকার টোনড চেহারা দেখেই বোঝা যায়, জিমে ঠিক কতখানি পরিশ্রম তিনি করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥