• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দুই সন্তানের বাবা হয়েও পরকীয়াযা মত্ত, নিজের স্ত্রীকেও ছাড়তে চেয়েছিলেন গোবিন্দা!

Published on:

Govinda had affair with bengali actress even after marriage

একসাথে সিনেমায় অভিনয় করতে গিয়ে তারকাদের প্রেমে পড়ার বিষয়টি নতুন নয় একেবারেই। একসাথে অভিনয়ের  সূত্রেই প্রেম করে বিয়ে করেছেন বিনোদন জগতে এমন উদাহরণ রয়েছে ঝুড়ি ঝুড়ি। তবে অনেক সময় এমনও দেখা যায় ঝাঁ চকচকে গ্ল্যামার ওয়ার্ল্ডের সুন্দরী অভিনেত্রীদের দেখে মাথা ঘুরে যায় অনেক বিবাহিত অভিনেতা দেরও। যার ফলে বাড়িতে বৌ থাকতেও সুন্দরী নায়িকাদের প্রেমে পড়েন অনেকে।

যার ফলে তাসের ঘরের মতো ভেঙে গিয়েছে অনেকের সুখের সংসার। বলিউড ইন্ডাস্ট্রির এমনই একজন জনপ্রিয় অভিনেতা হলেন গোবিন্দা (Govinda)। দীর্ঘদিনের অভিনয় জীবনে তিনি উপহার দিয়েছেন একাধিক সুপারহিট সিনেমা।  সকলেই জানেন অভিনয় ক্যারিয়ারে আসার পর গোবিন্দা যখন সাফল্যের শিখরে তখনই মায়ের পছন্দ করা পাত্রী সুনিতা আহুজার (Sunita Ahuja) সাথে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তিনি।

Bollywood,বলিউড,Hindi Cinema,হিন্দি সিনেমা,Govinda,গোবিন্দা,Married,বিবাহিত,Extra Marital Affair,পরকীয়া,Relation,সম্পর্ক,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,রানী মুখার্জী,Rani Mukherjee,স্ত্রী,Wife,সুনীতা আহুজা,Sunita Ahuja

কিন্তু বিয়ের পরেও এক বছর পর্যন্ত বিয়ের খবর চেপে রেখেছিলেন গোবিন্দা। যাতে তাঁর স্টারডমের উপর কোন আঁচ না এসে পড়ে। কিন্তু বিবাহিত অবস্থাতেও তিনি অভিনয়ের সূত্রেই প্রেমে পড়েছিলেন এক বাঙালি অভিনেত্রীর। তিনি আর কেউ নন বলিউড অভিনেত্রী রানী মুখার্জি (Rani Mukherjee)। একসময় রূপালী পর্দায় গোবিন্দা এবং রানী মুখার্জির জুটি ছিল সুপারহিট।

একসাথে জুটি বেঁধে তারা উপহার দিয়েছেন ‘হাদ কর দি আপ নে’, ‘পেয়ার দিওয়ানা হোতা হে’-র মত বেশ কিছু সুপারহিট সিনেমা। একসময় এই অভিনয়ের সূত্রেই রানীর সাথে গোবিন্দার বন্ধুত্ব বেশ গাঢ় হয়ে উঠেছিল। চুটিয়ে প্রেম শুরু করেছিলেন তাঁরা। কিন্তু একদিন হোটেলের বন্ধ ঘরে তাদেরকে হাতেনাতে ধরে ফেলেছিলেন গোবিন্দার স্ত্রী সুনিতা। বিয়ের পর ততদিনে তাদের দুই সন্তানও হয়ে গিয়েছে।

Bollywood,বলিউড,Hindi Cinema,হিন্দি সিনেমা,Govinda,গোবিন্দা,Married,বিবাহিত,Extra Marital Affair,পরকীয়া,Relation,সম্পর্ক,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,রানী মুখার্জী,Rani Mukherjee,স্ত্রী,Wife,সুনীতা আহুজা,Sunita Ahuja

এমন সময় স্বামীর কুকীর্তির কথা জানতে পেরে নিজের মাথা ঠিক রাখতে পারেনি সুনিতা। তিনি সরাসরি গোবিন্দাকে বলেছিলেন তিনি শুধরে না গেলে বাচ্চাদের নিয়ে তিনি বাড়ি ছেড়ে চলে যাবেন। এরপর গোবিন্দা নাকি নিজে থেকেই রানী মুখার্জির সাথে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন।

Bollywood,বলিউড,Hindi Cinema,হিন্দি সিনেমা,Govinda,গোবিন্দা,Married,বিবাহিত,Extra Marital Affair,পরকীয়া,Relation,সম্পর্ক,বাঙালি অভিনেত্রী,Bengali Actress,রানী মুখার্জী,Rani Mukherjee,স্ত্রী,Wife,সুনীতা আহুজা,Sunita Ahuja

এমনকি তিনি নিজেই নাকি তাঁদের সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে চাননি। যার ফলে এরপর আর কোনদিনও বড় পর্দায় একসাথে জুটি বাঁধতে  বাধ্য দেখা যায়নি তাঁদের।  রানির সাথে সম্পর্ক থেকে বেরিয়ে এসে সে সময় গোবিন্দা নাকি আবার মন দিয়েছিলেন নিজের সংসারে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥