• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

হোটেল রুমে রানী মুখার্জীর সাথে ধরা পড়েছিলেন গোবিন্দা, স্ত্রীর কানে যেতে শুরু ব্যাপক অশান্তি

Published on:

Bollywood Govinda with Rani Mukherjee গোবিন্দা রানী মুখার্জী

জনপ্রিয় বলিউড (Bollywood) অভিনেতা গোবিন্দা (Govinda)। নব্বই এর দশকে বলিউডে একাধিক হিট সিনেমা করেছেন অভিনেতা। ‘রাজা বাবু’, ‘কুলি নং ১’, ‘দুলে রাজা’, ‘নাসিব’, ‘বাড়ে মিয়া ছোটে মিয়া’ ইত্যাদি ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন গোবিন্দা। যেমন অভিনয় তেমন নাচ তেমনি অ্যাকশন সব মিলিয়ে একই একশো ছিলেন গোবিন্দা। আর কমেডি ছবির যান ছিলেন গোবিন্দা, এক কথায় বলতে গেলে নব্বইয়ের দশকের বলিউডের সত্যি সত্যি হিরো নং ১ ছিলেন গোবিন্দা।

Bollywood Govinda with Rani Mukherjee গোবিন্দা রানী মুখার্জী

বলিউডে সেলেব্রিটিদের নিয়ে নানান খবর শোনা যায়। বলিউডের সেলেব্রিটিদের রং চঙে জীবনযাপন আর বহু অভিনেত্রীদের সাথে ছবি করার সময় সম্পর্ক তৈরী হবার খবর হামেশাই আসে। কান পাতলে প্রায় সকল অভিনেতা অভিনেত্রীদের নিয়েই কানাঘুষো শোনা যায় বি টাউনে। বলিউড অভিনেতা গোবিন্দা (Govinda) এরও কিছু সম্পর্ক বেশ চর্চিত হয়েছিল এক সময়। ছবিতে কাজ করার সূত্রে বহু অভিনেত্রী সাথে নাম জড়িয়েছিল গোবিন্দার।

Bollywood Govinda with Rani Mukherjee গোবিন্দা রানী মুখার্জী

অভিনেতা গোবিন্দা কিন্তু বিবাহিত ছিলেন। ১৯৮৭ সালেই সুনিতা আহুজাকে (Sunita Ahuja) বিয়ে করেছিলেন গোবিন্দা (Govinda)। আর বিবাহিত স্বামীর অভিনেত্রীদের সাথে সম্পর্কের খবর নিয়ে মোটেও খুশি ছিলেন না গোবিন্দ পত্নী সুনিতা। যে কোনো সাধারণ স্ত্রীর মতোই সুনিতা ও গোবিন্দার পরিবারে মাঝে মাঝেই অশান্তির ঝড় উঠত ফিল্মের অভিনেত্রীদের সঠিক গোবিন্দার সম্পর্কের খবরের জন্য। একবার তো এমনটাও শোনা যায় যে এক হোটেলের একই ঘরে অভিনেত্রী রানী মুখার্জী (Rani Mukherjee) এর সাথে ধরা পরে গিয়েছিলেন গোবিন্দা।

Bollywood Govinda with Rani Mukherjee গোবিন্দা রানী মুখার্জী

রানী মুখার্জীর সাথে গোবিন্দার আলাপ হয়েছিল ‘হাদ কার দি আপনে’ ছবির শুটিং চলাকালীন। রানী মুখার্জীর (Rani Mukherjee) তখন খুব বেশি দিন হয়নি ইন্ডাস্ট্রিতে এসে। আর অন্যদিকে গোবিন্দা ছিলেন তখন বলিউডের সুপার হিরো।তাই গোবিন্দার সাথে কাজ করার সময় বেশ উত্তেজিত ছিলেন রানী মুখার্জী। ‘হাদ কার দি আপনে’ ছবির শুটিং হয়েছিল সুইৎজারল্যান্ড ও মার্কিন প্রদেশে, জানা যায় এই সময় গোবিন্দার সাথে বেশ ঘনিষ্ট হয়ে পড়েছিলেন রানী মুখার্জী। প্রায়শই তাদের দুজনকে একত্রে দেখতে পাওয়া যেত।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥