এমনিতেই বিতর্ক পিছু ছাড়ছে না করণ জোহরের, উপরন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। সম্প্রতি দীপিকা পাডুকোনের আগামী ছবির শ্যুটিং সেরে ধর্মা প্রোডাকশনের সদস্যরা ফিরেছেন গোয়া থেকে। গোয়া সরকারের তরফে করণ জোহরের ছবিনির্মাতা সংস্থার উপর জরিমানাও আরোপ করা হয়েছে বলে খবর।
উত্তর গোয়ার নেরুল গ্রামের এক বাসিন্দা সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে তিনি স্তূপীকৃত জামাকাপড়ের জঞ্জাল দেখান এবং দাবি করেন যে করণ জোহরের শ্যুটিংয়ের কারণেই এই জঞ্জাল জমেছে। ঘটনাটি যাচাই করে বুধবার গোয়া প্রশাসনের তরফে মন্ত্রী মাইকেল লোবো করণ জোহরকে সর্বসমক্ষে ক্ষমা চাইতে নির্দেশ দেন।
মাইকেল লোবো সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “ধর্মা প্রোডাকশনের প্রধানকে এখনই এই ঘটনার দায় স্বীকার করে ফেসবুকে মুচলেকা দিতে হবে। যদি তা না করা হয়, তবে গোয়ার সরকার অভিযুক্ত প্রোডাকশনের বিরুদ্ধে জরিমানা সহ অন্যান্য আইনি ব্যবস্থা গ্রহণ করবে।” আগুনে ঘি ঢেলে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত করণ জোহরের প্রোডাকশনের ভূমিকাকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন।
করণ জোহর সহ বলিউড তারকাদের অনেকের উপরেই ক্ষোভ প্রকাশ করেছেন কঙ্গনা। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই সুর চড়িয়ে কথা বলার মাধ্যমে লাইমলাইটে এসেছেন তিনি। ধর্মা প্রোডাকশনের এইধরনের কাজের ভিত্তিতে কঙ্গনা ট্যুইট করেন, “এই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি শুধুমাত্র আমাদের আদর্শ ও সংস্কৃতির পক্ষে বিপজ্জনক, তা নয়। আমাদের প্রকৃতির জন্যও এরা ক্ষতিকর। প্রকাশ জাভেদকর, দয়া করে এইসব