• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জয় মা ঘোমটা কালী! গৌরির প্রার্থনায় সাড়া দিল মা, অন্ধকারেই আলো জ্বলে আবারও ঘটল চমৎকার 

সারাদিনের ব্যস্ত জীবনে একমুঠো অক্সিজেনের মতো কাজ করে এই বিনোদনমূলক সিরিয়াল। দিনে দিনে দর্শকমহলে বাড়ছে মেগা সিরিয়ালের চাহিদা। দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখে এখন প্রায় প্রতি মাসেই নিয়ে আসা হচ্ছে নিত্যনতুন সিরিয়াল। তবে একথা ঠিক এখনকার দিনে যে কোনো সিরিয়ালেরই শেষ কথা টিআরপি।

তাই টিআরপির লড়াইয়ে এগিয়ে থাকার কারণেই প্রত্যেকটি সিরিয়ালে এখন নিয়ে আসা হয় নিত্য নতুন চমক। এই মুহূর্তে জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। ধারাবাহিকে গৌরী চরিত্রে মোহনা মাইতির অভিনয় দেখে যদিও সবাই তাকে ‘ন্যাকা’ বলে কটাক্ষ করেন। কিন্তু তারপরেও প্রায় প্রত্যেক সপ্তাহেই টিআরপি  রেটিং-এ একেবারে তাক লাগিয়ে দিচ্ছে গৌরী (Gouri)।

   

গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,নতুন প্রোমো,New Promo,স্বর্ণেন্দু সমাদ্দার,Swornendu Samaddar

আজই প্রকাশ্যে এসেছে সাপ্তাহিক টিআরপি তালিকা। সেখানেই ফের একবার তাক লাগিয়ে দিয়েছে গৌরী। এবারের টিআরপি তালিকায় গৌরী রয়েছে তিন নম্বরে। টিআরপি তালিকায় এই সাফল্যের পর এবার ‘গৌরী এল’-তে আসতে চলেছে আরও একটি নতুন চমক।সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বর্ণেন্দু সমাদ্দার (Swornendu Samaddar) গৌরী এলো সিরিয়ালের একটি নতুন প্রমো (New Promo) ভিডিও আপলোড করেছেন।

গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,নতুন প্রোমো,New Promo,স্বর্ণেন্দু সমাদ্দার,Swornendu Samaddar

সেখানে দেখা যাচ্ছে মা ঘোমটা  কালীর সামনে প্রদীপ জ্বালাতে বসেছে গৌরী। কিন্তু কিছুতেই সেই প্রদীপ জ্বলছে না আর এর পিছনে চক্রান্ত রয়েছে শৈল মায়ের। নতুন করে ষড়যন্ত্রের কোনো ছক কষেছে সে। ভিডিওতে দেখা যাচ্ছে মেইন ফেলে ইলেকট্রিসিটি অফ করে দিয়েছেশৈল মা।

কিন্তু মা কালির আশীর্বাদ ধন্য গৌরীও এত সহজে হার মানার পাত্রী নয়। তারপরেই দেখা যায় গৌরী বলছে এইভাবে মায়ের পূজোয় কিছুতেই বাঁধা পড়তে পারে না।  তাই সে বরাবরের মতো এবারও মায়ের কাছে প্রার্থনা করতে শুরু করে। আর বলতে থাকে ‘মা  আঁধারে আলো হয়ে ওঠো’। আর তারপরেই দেখা যায় হঠাৎ করে জ্বলে উঠেছে মন্দিরে থাকা সমস্ত প্রদীপ।