• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মহাবিপদে উর্মি! সত্যকিকে সুস্থ করতে আসছে ‘গৌরী এলো”র ঈশান,সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি 

জি বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader Ei Poth Jodi na Sesh Hoi)। সিরিয়াপ্রেমী দর্শকদের পছন্দের তালিকায় থাকা অন্যতম সারা সিরিয়াল এটি। ইদানিং এই  ধারাবাহিকে চলছে  প্রচন্ড ইমোশনাল সব পর্ব। বিশেষ করে এই ধারাবাহিকের নায়িকা উর্মি (Urmi) অভিনেত্রী অন্বেষা হাজরার অভিনয় দেখে চোখে জল এসে গিয়েছে দর্শকদের।

সিরিয়ালে এই মুহূর্তে হাসপাতালে ভর্তি রয়েছে অসুস্থ সাত্যকি (Satyoki) তাকে সেবা যত্ন করে সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উর্মি। পাশাপাশি সাত্যকিবাবুর ঘুরে দাঁড়ানোর লড়াইতে পাশে থাকতে ট্যাক্সি চালিয়ে রাস্তায় রোজগার করতেও নেমে পড়েছে সে। প্রসঙ্গত একটা স্কুলের বাচ্চাদের ট্যাক্সিতে করে নিয়ে যাওয়া-আসার কাজ কোর্ট সাত্যকি।

   

আমাদের এই পথ যদি না শেষ হয়,Amader Ei Poth Jodi na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyoki,গৌরি এল,Gouri Elo,ঈশান,Ishan

কিন্তু সে এখন অসুস্থ থাকায় ট্যাক্সি চালানো একেবারে বন্ধ হয়ে গিয়েছে। তাই একটু সুস্থ  হতেই তাকে এই কাজে সাহায্য করতে এবা উর্মি নিজেই ট্যাক্সি চালাবে বলে ঠিক করে নেয়। কিন্তু সে একজন মহিলা ট্যাক্সি ড্রাইভার হওয়ায় তাকে বিশ্বাস করে কেউ নিজের বাচ্চাদের তার ট্যাক্সতে তুলতে চাইছে না। আসলে এই বিষয়টার মধ্য দিয়ে তথাকথিত পুরুষতান্ত্রিক সমাজের কাছে একটা বিশেষ বার্তা পৌঁছে দিতে চেয়েছে চ্যানেল কর্তৃপক্ষ।

আমাদের এই পথ যদি না শেষ হয়,Amader Ei Poth Jodi na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyoki,গৌরি এল,Gouri Elo,ঈশান,Ishan

যেখানে মেয়েরা মঙ্গল গ্রহে পর্যন্ত পৌঁছে যাচ্ছে সেখানে একটা মেয়ের ট্যাক্সি চালিয়ে সংসার চালানোটাও কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। এরই মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে হাসপাতালে সত্যকির সাথে দেখা করতে গিয়েছে ‘গৌরি এল’ (Gouri Elo) সিরিয়ালের নায়ক ঈশান (Ishan)। আর এখানেই রয়েছে চমক।

আমাদের এই পথ যদি না শেষ হয়,Amader Ei Poth Jodi na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyoki,গৌরি এল,Gouri Elo,ঈশান,Ishan

জানা যাচ্ছে আজকের এপিসোডেই দেখা যাবে এই দৃশ্য। জানা যাচ্ছে সবাই যখন উর্মির ট্যাক্সিতে উঠতে ভয় পাচ্ছে, তখন তাকে সাহায্য করতে এগিয়ে আসবে গৌরি এল সিরিয়ালের ঈশান। শুধু তাই নয় হাসপাতালে এসে সত্যকির সাথে দেখাও করে যাবে সে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি দেখার পর থেকে টিভিতে এই পর্ব দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শক।

site