• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মুখ ভর্তি পাপের ফল! চেহারা দেখে ক্ষেপে গেল শৈল মা, ‘গৌরী এলো’র ভাইরাল প্রোমো না দেখলেই মিস

Published on:

Gouri Elo Shoilo Maa gone mad after seeing own face viral promo

অবসর সময়ে বাঙালির বিনোদনে বাংলা সিরিয়ালের (Bengali Serial) জুড়ি মেলা ভার। বরাবরই জি বাংলার অন্যতম চর্চিত  ধারাবাহিক ‘গৌরী এলো’ (Gouri Elo)। ধর্ম আর বিজ্ঞানের মিশেলে তৈরি এই সিরিয়াল নিয়ে সোশ্যাল মিডিয়ায় দর্শকদের আলোচনার শেষ নেই। এমনিতেই দিনের শেষে এখনকার দিনে যে কোন সিরিয়াল (Bengali Serial) এর ক্ষেত্রে শেষ কথা বলে টিআরপি (TRP)।

এই টিআরপিতে এগিয়ে থাকার চক্করেই মাঝেমধ্যেই নিত্যনতুন চমক নিয়ে হাজির হয় এই মেগা সিরিয়ালগুলি। ব্যতিক্রম নয় জি বাংলার ‘গৌরী এলো’-ও। সিরিয়ালে স্বয়ং মা ঘোমটা কালির আশীর্বাদ ধন্য গৌরী (Gouri)-র অলৌকিক কান্ড কারখানা দেখে মাঝে মধ্যেই চোখ কপালে ওঠে দর্শকদের। এমনিতেই এই সিরিয়ালের বিরুদ্ধে দর্শকদের বরাবরের অভিযোগ ‘ধর্ম নিয়ে ছেলে খেলা হচ্ছে এই সিরিয়ালে’।

Gouri Elo serial brutally trolled on social media

শুরু থেকেই এই সিরিয়ালে নায়িকা গৌরীর চিরশত্রু হয়ে উঠেছে ভন্ড,অশুভ শক্তির আধার শৈল মা (Shailo Maa)। গৌরীকে প্রাণে মেরে ফেলা থেকে অপহরণ করা নানা কারণে ইতিমধ্যেই একাধিকবার ষড়যন্ত্রের জাল বিছিয়ে ব্যর্থ হয়েছে শৈল মা। আর এবার বাড়ির মেয়ে পলার মুসলিম ধর্মের প্রেমিক তথা স্বামী সূর্যকে অপহরণ করে তাকে প্রাণে মেরে ফেলার মিথ্যে ঘটনা সাজিয়ে এবার বাড়ির সদস্যদের সামনে ঈশান গৌরীকে দোষী সাজিয়ে দিয়েছে শৈল মা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,শৈল মা,Shailo Maa,Gouri Elo Promo,গৌরী এলো শৈল মা

এরই মধ্যে জানা গেছে এখনও বেঁচে আছে সূর্য। তাই বাড়ির কাওকে এমনকি ঈশানকেও কিছু না জানিয়ে সূর্যকে খুঁজতে বেড়ি গিয়েছে সে।  প্রসঙ্গত সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন গৌরী যখনই কোনো বিপদে পড়ে তখনই এক অদ্ভুত কষ্ট হয় ঈশানের। এদিনও গুন্ডারা গৌরীর গলায় ছুরি ধরলে একই রকম অস্বস্তি শুরু হয় ঈশানের।


অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা এই সিরিয়ালের একটি ছোট ভিডিও ক্লিপিংসে দেখা যাচ্ছে হঠাৎ  করেই শৈল মায়ের মুখ কালো কালো গোটায় ভরে গিয়েছে। কিন্তু শৈল মা মনে করে সে তার অপশক্তি দিয়েই যায়না দেখেই জাদুবলে মুখের সমস্ত দাগ দূরে করে দেবেন। কিন্তু চোখ খুলে দেখেনতার মুখ আগেই মতোই আছে। তাই রাগে আয়নাটাই ছুঁড়ে ভেঙে ফেলে শৈল। এছাড়া বাড়ির লোকদেরও কাছে ঘেঁষতে দে না সে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥