বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগা সিরিয়াল।দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখা এখন দর্শকদের রোজকারের অভ্যাস। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই আজকাল বিনোদনমূলক চ্যানেলগুলোতেও আনা হচ্ছে নিত্যনতুন সিরিয়াল। বিজ্ঞান আর ঈশ্বর সাধনা মিশেলে তৈরি জি বাংলার এমনই এক নতুন সিরিয়াল হল গৌরী এল (Gouri Elo)।
সিরিয়াল শুরু হওয়ার অল্পদিনের মধ্যেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন এই সিরিয়ালের নায়ক নায়িকা ইশান(Ishan)-গৌরী (Gouri)। ধারাবাহিকে পেশায় ডাক্তার ইশান ঘোষালের চরিত্রে অভিনয় করছেন দূর্গা দূর্গেশ্বরী খ্যাত বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় আর নায়িকা গৌরীর চরিত্রে রয়েছেন ডান্স বাংলা ডান্স খ্যাত নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maity)।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন এই সিরিয়ালের নায়ক-নায়িকা দুজনের মধ্যেই বাস করেন স্বয়ং শিব পার্বতীর অংশ। তাই দর্শকরা সকলেই চুটিয়ে উপভোগ করেন মানুষ রূপী এই শিব পার্বতীর জুটির খুনসুটি, হাসি, মজা,ভালোবাসা মেশানো মিষ্টি প্রেমের গল্প। ইতিমধ্যেই সিরিয়ালে মা ঘোমটা কালীর নানান লীলা দেখেছেন দর্শক
যা থেকে একপ্রকার স্পষ্ট এই গৌরি আদৌ কোনো সাধারণ মানুষ নয়। তাই মাঝেমধ্যেই তার নানান অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকেন দর্শকরা। সিরিয়ালের ইতিমধ্যেই সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে চার হাত এক হয়েছে ইশান -গৌরীর। সেই থেকেই প্রতিদিন টিভির পর্দায় মানুষ রূপী এই হরগৌরির নানান লীলা দেখছেন দর্শক।
এরইমধ্যে সিরিয়ালে দেখা গিয়েছে শিশু পাচারকারী গুন্ডাদের শাস্তি দিতে গৌরী একেবারে রণচন্ডী হয়ে উঠেছিল। এরপরেই গতকালের পর্বে সিরিয়ালে দেখা গিয়েছে শৈল মা ঘোমটা কালীর কাছেও মিথ্যা বলে ক্ষমা চাইছিল, বারবার বলছিল পাপিদের শাস্তি দিতে তখন মা সাড়া না দিলেও। গৌরী এসে মায়ের কাছে সাজা চাইলে সঙ্গে সঙ্গে মহাপ্রলয়ের মতো চারদিক থেকে হাওয়া ওঠে। এরপরেই দেখা যায় মায়ের হাতের খাঁড়া এসে পড়ে শৈল মায়ের গলায়। সিরিয়ালের এই পর্ব দেখে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন নেটিজেনরা। ঠাকুর দেবতা নিয়ে এমন ছেলেখেলা করার প্রতিবাদে সরব হয়েছেন সকলে।