• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

TRP বাড়াতে ‘গৌরী এলো’তে নতুন চমক, বিয়ের পিঁড়িতে শৈলমা ধূর্জুটি বাবা! রইল ছবি

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। আর ঠাকুর দেবতা নিয়ে তৈরি সিরিয়াল হলে তো কথাই নেই। এই কারণেই দিনে দিনে ধর্মীয় বিষয়ে তৈরি সিরিয়াল নিয়ে দর্শকমহলে বাড়ছে চাহিদা।বর্তমানে দশমহলের দারুণ জনপ্রিয় এমন একটি সিরিয়াল হলে জি বাংলার ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই সিরিয়ালের মধ্য দিয়ে ধর্ম এবং বিজ্ঞানের সুন্দর মিশেল ঘটেছে।

শুরু থেকেই  এই ধারাবাহিকের মধ্য দিয়ে মাঝে মধ্যেই দর্শকরা প্রত্যক্ষ দর্শন করে থাকেন মা কালীর নানান লীলার কথা। এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন ঘোষাল বাড়িতে  বিয়ে হয়ে আসার পর থেকেই গৌরীর কপালে জুটছে লাঞ্ছনা আর অপমান। যার মূলে রয়েছেন শৈল মা (Shailo Maa)। তিনি নিজেকে মা কালীর মানস কন্যা বলে দাবি করেন।

   

গৌরী এলো,Gouri Elo,শৈলমা,Shaili Maa,ধূর্জটি বাবা,Dhurjuti Baba,ফটো ভাইরাল,Photo Viral,Social Media,সোশ্যাল মিডিয়া,শৈটি,Shaiti

কিন্তু আসলে সে ভন্ড। ইতিমধ্যেই না জানি কত পাপের ভাগিনার হয়েছে সে। শিশু পাচার থেকে শুরু করে কালোবাজারি,মানুষকে ঠকানো এমনই না জানি কত পাপকর্মের ভাগীদার হয়েছে সে।  কিন্তু গৌরী বিয়ে হয়ে আসার পর থেকে বাড়ির সবার উপর থেকে ধীরে ধীরে প্রভাব কমতে শুরু করেছে শৈল মায়ের। তাই গৌরীকে নানাভাবে বিপদের নানাভাবে বিপদে ফেলার চেষ্টা করেছেন তিনি।

এমনকি গৌরীকে প্রাণেও মেরে ফেলার চেষ্টা করেছিলেন তিনি কিন্তু মা কালীর আশীর্বাদ ধন্য গৌরীর কোন কিছুতেই কোন ক্ষতি হয়নি। বরং শৈলমার সমস্ত ষড়যন্ত্রের জাল ছেড়ে সে বেরিয়ে এসেছিল অনায়াসে। এবার তাই আর কোন উপায় না পেয়ে নিজের গুরু ধূর্জুটি বাবাকে (Dhurjuti Baba) বাড়ি ডেকে আনে গৌরীকে জব্দ করার জন্য। তারপর থেকেই দেখা যাচ্ছে এই ধূর্জুটি বাবা তার নানান জাদু বলে গৌরীকে সবসময় বিপদে ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

Gouri Elo Shailo Ma Dhurjuti Baba wedding meme by netizen

এবার এই শৈল মা আর ধূর্জুটি বাবাকে নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং। কেউ তাদের নাম মিলিয়ে নাম রেখেছেন শৈল+ ধূর্জটি= শৈটি(Shaiti)। আবার একজন তো ছবি এডিট করে তাদের গলায় মালা, সিঁদুর আর টোপর পড়িয়ে বিয়ে দিয়ে দিয়েছেন। আবার একজন লিখেছেন , “কিসের সিধাই, কিসের পিহুরাজ, কিসের খড়িদ্ধি, আসল প্রেম তো চালাচ্ছে আমার শৈল বেবী। সেরা জুটি পাবেই ২০২৩ তে এরা দুজন”।