• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঈশ্বরের অংশ হয়েই আবার ফিরছে ঈশান! পেটে থাকতেই গৌরীর সন্তানকে মারার নতুন ছক কষছে শৈল মা

Published on:

Gouri Elo Gouri Ishaan Shailo Ma New Track

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় ভক্তিমূলক বাংলা সিরিয়াল (Bengali Serial) হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই ধারাবাহিকের নায়ক নায়িকা ইশান-গৌরী  (Ishan-Gouri) দুজনেই ঈশ্বরের অংশ। যদিও কিছুদিন আগেই দেখা গিয়েছে শৈলমায়ের চক্রান্তে পাহাড়ের চূড়া থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছিল ইশান।

যদিও সদ্য দেখা গিয়েছে ডাক্তারি ছেড়ে এখন সে হয়ে গিয়েছে কোন এক সন্ন্যাসী। ইতিমধ্যেই ধারাবাহিকে  সাধুর বেশে দেখা মিলেছে ইশানের। অন্যদিকে ইশানকে হারানোর পর শোক কাটিয়ে ঘোষাল বাড়ির সদস্যরা  এখন একটু একটু করে  জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছেন।  অন্যদিকে গৌরীর গর্ভে বেড়ে ওঠা সন্তানকে ভ্রূণেই মেরে ফেলার ফন্দি আঁটছে মহাপাপি শৈলমা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,ঈশান,Ishan,গৌরী,Gouri,গর্ভবতী,Pregnant,শৈলমা,Shailama,নতুন চমক,New Twist,আসন্ন পর্ব,Upcoming Episode

গতকালের পর্বেই দেখা গিয়েছে এক সাধিকার পরামর্শে নীল ষষ্ঠীর দিন গৌরীর জন্য মাখা সাবুতে শয়তানি করে আনারস মিশিয়ে দিয়েছিল সে। কিন্তু এটা ভুললে চলবে না গৌরী হলেন স্বয়ং মা পার্বতীর অংশ। তাই কেউ তাঁর ক্ষতি করার চেষ্টা করলেও তাঁকে স্বয়ং মা’ই রক্ষা করবেন।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,ঈশান,Ishan,গৌরী,Gouri,গর্ভবতী,Pregnant,শৈলমা,Shailama,নতুন চমক,New Twist,আসন্ন পর্ব,Upcoming Episode

একথার প্রমাণ ইতিপূর্বে মিলেছে একাধিকবার। এবারও তার অনথা হলো না। এদিনের পর্বে দেখা গিয়েছে ওই আনারস মাখা সাবু গৌরী যতবার মুখে তুলতে গিয়েছে, ততবারই তাঁর পেটের মধ্যে থেকে কোন এক শিশুর  কান্নার আওয়াজ ভেসে আসছিল।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,ঈশান,Ishan,গৌরী,Gouri,গর্ভবতী,Pregnant,শৈলমা,Shailama,নতুন চমক,New Twist,আসন্ন পর্ব,Upcoming Episode

কিন্তু বাড়ির সবার জোড়াজুড়িতে যখন শেষমেষ জোর করেই গৌরী খাবার মুখে তুলতে যাচ্ছিল। ঠিক তখনই  দেখা যায় কথা থেকে একদল শিশু এসে গৌরীর খোঁজ করছে আর সাবু মাখা খেতে চাইছে।  বাচ্ছাদের সেই আনারস রাখতে নিজের জন্য মাখা সাবু গৌরী  নিজে হাতে তাদের খাইয়ে দেয়।

আর এই ভাবেই আবারও  শৈলমার সমস্ত চক্রান্ত বিফলে যায়। তবে শৈল মা যে আবারও গৌরীর ক্ষতি করার  চেষ্টা করবে সে কথা নতুন করে বলার অপেক্ষায় রাখে না। তবে এখন দেখার শৈলমাকে শাস্তি দিতে সমস্ত বাধা পেরিয়ে গৌরী সন্তান কিভাবে ভূমিষ্ঠ হয় এবং ঈশানও বা কিভাবে সমস্ত বাধা কাটিয়ে আবার ফিরে আসে ঘোষাল বাড়িতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥