সিরিয়াল মানেই কিন্তু দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। দিনে দিনে দর্শকমহলেও বাড়ছে বাংলা সিরিয়ালের চাহিদা। আর দর্শকদের এই চাহিদার কথা মাথায় রেখেই আজকাল বাংলার প্রথম সারির বিনোদনমূলক চ্যানেলগুলোর তরফে আনা হচ্ছে নিত্যনতুন সিরিয়াল। বিজ্ঞান আর ঈশ্বর সাধনা মিশেলে তৈরি জি বাংলার এমনই এক নতুন সিরিয়াল হল গৌরী এল (Gouri Elo)।
সিরিয়াল শুরু হওয়ার অল্প কদিনের মধ্যেই দর্শকদের নয়নের মণি হয়ে উঠেছেন এই সিরিয়ালের নায়ক নায়িকা ইশান(Ishan)-গৌরী (Gouri)। ধারাবাহিকে পেশায় ডাক্তার ইশান ঘোষালের চরিত্রে অভিনয় করছেন দূর্গা দূর্গেশ্বরী খ্যাত বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় আর নায়িকা গৌরীর চরিত্রে রয়েছেন একেবারে নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maity)।
সিরিয়ালের কাহিনী অনুযায়ী এই সিরিয়ালের নায়ক-নায়িকা দুজনেই হর পার্বতীর অংশ। তাই এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই চুটিয়ে উপভোগ করেন মানুষ রূপী এই শিব পার্বতীর জুটির খুনসুটি। ইতিমধ্যেই সিরিয়ালে মা ঘোমটা কালীর নানান লীলা দেখেছেন দর্শক। যা থেকে একপ্রকার স্পষ্ট এই গৌরি আদৌ কোনো সাধারণ মানুষ নয়।
তাই মাঝেমধ্যেই তার নানান অলৌকিক ঘটনার সাক্ষী হয়ে থাকেন দর্শকরা। সিরিয়ালের ইতিমধ্যেই সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে চার হাত এক হয়েছে ইশান -গৌরীর। সেই থেকেই প্রতিদিন টিভির পর্দায় মানুষ রূপী এই হরগৌরির কখনও ভাব, কখনও আড়ি দেখতে দারুণ ভালোবাসেন দর্শকরাও। প্রসঙ্গত কিছুদিন আগেই সিরিয়ালে গৌরীকে অপহরণ করেছিল কয়েকজন দুষ্কৃতী। অসহায় বাচ্চাদের ধরে নিয়ে গিয়ে তাদের বিক্রি করে দেয় ওই অসৎ ব্যক্তিরা।
সেসময় সেখান থেকে গৌরী নিজে পালিয়ে বাঁচলেও ঠিক করে নিয়েছিল দোষীদের উপযুক্ত শাস্তি সে দেবেই। এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো (New Promo) । সেখানে দেখা যাচ্ছে ডাক্তার বাবুকে নিয়ে অপহৃত বাচ্চাদের উদ্ধার করতে গিয়েছে গৌরি নিজে। এরপরেই দেখা যায় হঠাৎ গৌরীর ওপর ভর করেছেন স্বয়ং মা ঘোমটা কালী (Ghomta Kali)। তাঁর সেই ভয়ঙ্করী রূপ দেখে অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে অপহরণ কারী ব্যাক্তি। এই ভিডিও দেখে খেপে গিয়েছেন নেটিজেনদের একটা বড় অংশ। তাদের প্রশ্ন ‘ধর্ম নিয়ে এমন ছেলে খেলা কেন?’