• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বাড়িতে বউ-বাচ্চা রেখে শালির সাথে পরকীয়া! ‘গৌরী এলো’র ট্র্যাক দেখে ক্ষুদ্ধ দর্শকেরা

Published on:

Gouri elo serial mukta Extra marital affair with own brother in law trolled on social media

ঠাকুর দেবতার বিষয় নিয়ে তৈরি অত্যন্ত জনপ্রিয় একটি ভক্তিমূলক বাংলা সিরিয়াল ‘গৌরী এলো’ (Gouri Elo)-তেও এবার এসে গেল পরকীয়ার (Extra marital affair) মতো জঘন্য ট্রাক। সিরিয়ালের বর্তমান প্লট অনুযায়ী দেখা যাচ্ছে নায়িকা গৌরীর ননদ মুক্তা (Mukta) বেশ কিছুদিন ধরেই অদ্ভুত সব আচরণ করছে। বাড়ির লোকেদের প্রতি বিশেষ করে নিজের মা এবং দিদির সাথে খুব বাজে ব্যবহার করে চলেছে সে।

সবমিলিয়ে বেশ কিছুদিন ধরেই তার হাবভাব কিংবা চালচলন কোনোটাই সুবিধার লাগছিল না। তাই মুক্তার মা মাধুরী এবং গৌরীর দুজনেই মুক্তাকে নিয়ে বেশ চিন্তায় রয়েছেন। তবে তারা এটাও বুঝতে পারছেন মুক্তার কারও সাথে একটা সম্পর্ক রয়েছে। তাই মুক্তাকে হাতেনাতে ধরার অপেক্ষায় রয়েছে গৌরী। কারণ নিজে প্রমাণ না পাওয়া অবধি কারও সামনে কিছু বলতেও পারছে না গৌরী।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,মুক্তা,Mukta,পরকীয়া,Extra marital affair,জামাইবাবু,Brother in law,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

তাই মুক্তার সাথে তার সেই গোপন প্রেমিকের দেখা করার খবর কানে আসতেই সবাইকে লুকিয়ে গৌরী পিছু নিয়েছিল মুক্তার। আর সেখানে গিয়েই এক আশ্চর্য সত্যের মুখোমুখি হয় গৌরী। কারণ এদিন গৌরী জানতে পারে মুক্তা এতদিন তার যে গোপন প্রেমিকের সাথে লুকিয়ে কথা বলছিল সে আর কেউ নয়। সে তার নিজের জামাইবাবু অর্থাৎ পলার স্বামী।

এইভাবে নিজের মায়ের পেটের বোন হয়ে মুক্তাকে নিজের দিদির সর্বনাশ করতে দেখে একেবারে চমকে উঠেছে গৌরী। আরে গৌরী এলোর মতো ভক্তিমূলক সিরিয়ালে শালী-জামাইবাবুর পরকীয়া দেখে সোশ্যাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,মুক্তা,Mukta,পরকীয়া,Extra marital affair,জামাইবাবু,Brother in law,ট্রোল,Troll,সোশ্যাল মিডিয়া,Social Media

সোশ্যাল মিডিয়ায় মুক্তার জামাইবাবুকে জড়িয়ে ধরার একটি ছবি এবং গৌরির লুকিয়ে তাদের দেখার একটি ছবি কোলাজ করে একজন ক্যাপশনে লিখেছেন ‘শালি যখন আধা ঘরওয়ালি থেকে পুরো ঘরওয়ালী হয় ??? গৌরি এলো তে এসব কি দেখাচ্ছে। ঘরে বউ সন্তান রেখে শালির সাথে পরকীয়া করছে। ছি ছি, অবশ্য গাজা প্রোডাকশনের কাছ থেকে এটাই আশা করা যায়’।

https://youtu.be/SFKqJirea58

প্রসঙ্গত গৌরী এলোর এই মুক্তা এবং তাঁর জামাইবাবু ‘মন দিতে চাই’ সিরিয়ালেই ভাই বোনের চরিত্রে অভিনয় করছেন। অনস্ক্রিন এই ভাইবোনের পরকীয়া নিয়েও ট্রোল করতে ছাড়ছে না দর্শক।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥