• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গরিবের বাহুবলী! মহা শিবরাত্রিতে ইশানের কাঁধে শিবলিঙ্গ দেখে হাসি চাপা দায় দর্শকদের

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি সিরিয়াল হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। এমনিতেই বাংলা সিরিয়ালের (Bengali Serial) দর্শকদের কাছে ইদানিং বাড়ছে ধর্মীয় বিষয়কেন্দ্রিক সিরিয়ালের চাহিদা। আর এই সিরিয়ালের নিয়মিত দর্শকরা সকলেই জানেন এই সিরিয়ালের নায়ক নায়িকা ঈশান-গৌরী (Ishan-Gouri) হলেন  হর পার্বতীর মানব রূপ।

ধর্ম আর বিজ্ঞানের মিশলে তৈরি এই ধারাবাহিকে মাঝে মধ্যেই দেখা যায় নানা ধরনের অলৌকিক সব ঘটনা।  বিশেষ করে ঘোষাল বাড়ির মা ঘোমটা কালী মাঝেমধ্যেই নানান ধরনের অলৌকিক সব ঘটনা ঘটিয়ে থাকেন। যা দেখে ইতিমধ্যে বহুবার এই সিরিয়ালের বিরুদ্ধে ধর্ম নিয়ে ছেলে খেলা করার অভিযোগ উঠেছে। এমনকি দর্শকদের অনেকেই এই সিরিয়াল বয়কট করারও দাবি তুলেছেন বহুবার।

   

বাংলা সিরিয়াল,Benglai Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishan,গৌরী,Gouri,শিবলিঙ্গ,Shivalingaমহাশিবরাত্রি,Mohashivaratri,বাহুবলি,Bahubali,ট্রোলিং,Trolling,সোশ্যাল মিডিয়া,Social Media

এমনিতেই টিআরপিতে ভালো নম্বর পাওয়ার জন্য আজগুবি সব গল্প দেখানোর বিষয়টি নতুন নয় একেবারেই।  ব্যতিক্রম নয়, জি বাংলার গৌর এলো সিরিয়ালও। সিরিয়ালে গৌরী তো বটেই মাঝে মধ্যেই এই ধারাবাহিকের নায়ক ইশানও নিজের অজান্তেই নানান ধরনের সব অলৌকিক ঘটনার অংশ হয়ে চলেছে। এরই মধ্যে এসে গিয়েছে শিবরাত্রি।

আজ দেশ জুড়ে মহাসমারোহে পালিত হচ্ছে মহা শিবরাত্রি। আর যেহেতু ঠাকুর দেবতা এই সিরিয়ালের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। তাই শিবরাত্রি উপলক্ষে এই ধারাবাহিকে আসছে একটি বিশেষ পর্ব। ইতিমধ্যে গতকালই দর্শক দেখেছেন গৌরীর ইচ্ছায় ঘোষাল বাড়িতে মা ঘোমটা কালীর পাশেই প্রতিষ্ঠা হচ্ছে শিবলিঙ্গ। কিন্তু সেই শিবলিঙ্গ অন্য কেউই তুলতে পারছে না।

Bahubali Gouri Elo Ishan Troll

কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় ঈশান এসে একবারেই তা খুব সহজেই কাঁধেতুলে নেয়। গৌরীর কথায় মহাদেবের ইচ্ছা ছিল ঈশানের কাঁধে চেপেই তিনি ঘোষাল বাড়িতে ঢুকবেন। তাই ঈশান ছাড়া এই শিবলিঙ্গ আর কেউ তুলতে পারেনি। এই দৃশ্য দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে ব্যাপক হাসাহাসি। কারও আবার মনে পড়েছে সাউতের জনপ্রিয় সিনেমা ‘বাহুবলি’তে নায়ক প্রভাসের করা সেই বিখ্যাত দৃশ্য। তাই সোশ্যাল মিডিয়ায় ভিডিওর কমেন্ট সেকশনে কেউ লিখেছেন ‘বাহুবলী ৩’ আবার কেউ লিখেছেন ‘গরীবের বাহুবলি’ কিংবা  ‘বাহুবলির গরিব ভার্সান’-এর মতো মন্তব্য।