• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যত্তসব সস্তা নাটক, ফুলগুলো কি দোষ করলো! ঈশান গৌরির মহামিলন দেখে শুরু চরম খিল্লি

সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে সিরিয়ালই যেন সর্বক্ষণের ধ্যান জ্ঞান। তাই কর্মব্যস্ত জীবন থেকে অবসর মিলতেই পছন্দের সিরিয়াল দেখতে বসে যান সকলেই। আর ঠাকুর দেবতা নিয়ে তৈরি সিরিয়াল হলে তো কথাই নেই। এই কারণেই এখনকার দিনে দর্শকমহলে বরাবরই ব্যাপক চাহিদা রয়েছে ধর্মীয় সিরিয়ালের। বর্তমানে দর্শকমহলে দারুণ জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হলে জি বাংলার ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই সিরিয়ালের মধ্য দিয়ে ধর্ম এবং বিজ্ঞানের সুন্দর মিশেল ঘটেছে।

সিরিয়ালে পেশায় ডাক্তার ইশান (Ishan) ঘোষালের চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় আর নায়িকা গৌরীর (Gouri) চরিত্রে রয়েছেন নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maity)।এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন এই সিরিয়ালের নায়ক-নায়িকা দুজনেই হর গৌরীর আশীর্বাদধন্য।
গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishan,গৌরী,Gouri,মহামিলন,Mahamilan
শুরু থেকে দর্শকরাও চুটিয়ে উপভোগ করছেন মানুষরূপী এই শিব পার্বতী জুটির খুনসুটি, হাসি, মজা,ভালোবাসা মেশানো মিষ্টি প্রেমের গল্প। ঈশানের সাথে বিয়ের পর ঘোষাল বাড়িতে আসার পর থেকেই গৌরীর কপালে জুটেছে লাঞ্ছনা আর অপমান। ভন্ড শৈল মা (Shailo Maa)-এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইতিমধ্যেই বাড়ি ছেড়েছে গৌরী।
সেই থেকেই গৌরিকে এগ্রাম থেকে সেগ্রাম ঘুরে ঘুরে খুঁজে বেড়াচ্ছে ঈশান। এরই মধ্যে আজ সকালেই প্রকাশ্যে এসেছে সিরিয়ালের একটি নতুন প্রমো ভিডিও। সেখানে দেখা যাচ্ছে মাথায় ব্যান্ডেজ বাঁধা গৌরী হাতে পঞ্চ প্রদীপ নিয়ে দাঁড়িয়ে রয়েছে একটি মন্দিরে। আর সেই প্রদীপের তাপ না নিয়েই ফিরে যাচ্ছিল ঈশান।
গৌরী এলো,Gouri Elo,ইশান,Ishan,গৌরী,Gouri,মহামিলন,Mahamilan
তখন গৌরী তাকে ডেকে মাঝ পথেই থামিয়ে দিয়ে প্রদীপের তাপ নিয়ে যেতে বলে। এরপরেই ঈশান পিছন ঘুরতেই তাকে দেখে ডাক্তারবাবু বলে চিৎকার করে ওঠে গৌরী। এরপরেই কোথা দিয়ে ফুল এসে পড়ে তাদের মাথায়। পাশাপাশি গৌরির ধবধবে সাদা মুখ টকটকে লাল হয়ে যায়। আজই টিভির পর্দায় সম্প্রচারিত হয়েছে ঈশান গৌরীর এই মহামিলন (Mahamilan) পর্ব।

   

বহুদিন পর ঈশান গৌরীর এই মিলন দেখে দারুণ খুশি হয়েছেন দর্শক। তবে নেটিজেনদের চোখ এড়িয়ে যাওয়া দুষ্কর। তাই ঈশান গৌরির কাছাকাছি আসার সময় হঠাৎ করে এক ঝুড়ি ফুল এসে পরার দৃশ্য দেখে হাসাহাসিও শুরু করেছেন অনেকে।