• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শুধুই দুর্দান্ত নাচ আর অভিনয় নয়! সামনে এল পর্দার ‘গৌরী’ মোহনার এই সুপ্ত প্রতিভা

Published on:

Gouri elo serial Gouri actress Mohona Maiti's unknown talent

জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত অত্যন্ত জনপ্রিয় একটি ভক্তিমূলক সিরিয়াল হলো গৌরী এলো (Gouri Elo)। এই সিরিয়ালের নায়িকা গৌরীর (Gouri) চরিত্রে অভিনয় করছেন টেলি অভিনেত্রী মোহনা মাইতি (Mohona Maity)।  প্রসঙ্গত টেলিভিশনের পর্দায় এটাই মোহনা অভিনীত প্রথম মেগা সিরিয়াল। জি বাংলার ডান্স বাংলা ডান্সের মঞ্চে প্রতিযোগী ছিলেন তিনি।

সেই সূত্রেই তাঁর কাছে সুযোগ আসে বাংলা সিরিয়ালে অভিনয়ের। প্রসঙ্গত টিভির পর্দায় সকলেই দেখেছেন পর্দার গৌরী অভিনেত্রী মোহনার দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি তাঁর নাচের দুর্দান্ত প্রতিভা। তবেপর্দায় গৌরী মা হয়ে গেলেও বাস্তবে কিন্তু মোহনা এখনো স্কুলের গণ্ডিও পেরোননি। জনপ্রিয় এই টেলিভিনেত্রী এখনও পর্যন্ত পেরোননি স্কুলের গন্ডি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,মোহনা মাইতি,Mohona Maiti,অজানা প্রতিভা,Unknown Talent

কিন্তু এত অল্প বয়স থেকেই পর্দায় তাঁর পরিণত অভিনয় দেখে মুগ্ধ হয়ে যান দর্শকরা। আর এটাই বোধ হয় মোহনার অভিনয় জীবনের সবথেকে বড় সাফল্য। পর্দায় গৌরী চরিত্রে মোহনার পরিণত অভিনয় দেখে মুগ্ধ সকলেই। তাই বাস্তব জীবনে তাঁকে  চিনতে পারেন না কেউই। এইভাবে এতোটুকু বয়সেই নিজের নিখুঁত অভিনয়ের মধ্যে দিয়েই গৌরী চরিত্রটিকে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন অভিনেত্রী।

তবে ইদানিং টিআরপি তালিকাতেও বেশ নম্বর কমতে শুরু করেছে এই ধারাবাহিকের।  তাই ইদানিং এই ধারাবাহিকে একের পর এক থাকছে টানটান উত্তেজনার পর্ব। তবে অনেকেই হয়তো জানেন না অভিনয় এবং নাচের পাশাপাশি মোহনার রয়েছে আরো একটি বিশেষ প্রতিভা। এতদিন যা তিনি লুকিয়েই রেখেছিলেন সকলের কাছ থেকে।

Gouri Elo, Bengali serial, ZEE5

এবার সোশ্যাল মিডিয়ার দৌলাতে তার নিজেই প্রকাশ্যে এনেছেন নিজের সেই বিশেষ প্রতিভা। আসলে এদিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন মোহনা। যা দেখে চমকে গিয়েছেন সকলেই। নিজের সুপ্ত প্রতিভার ঝলক দেখিয়ে এদিন সাদা কাগজের উপরে জল রং তুলিতে দুটি কাকাতুয়া পাখি এঁকে অনুরাগীদের একেবারে চমকে দিয়েছেন মোহনা।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,মোহনা মাইতি,Mohona Maiti,অজানা প্রতিভা,Unknown Talent

এদিন নিজের পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন ‘আজ অনেকটা আগে প্যাকআপ হওয়ায়। তিন বছর পর আবার চেষ্টা করলাম’। পর্দার গৌরীর এই বিশেষ প্রতিভা দেখে কমেন্ট সেকশনে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সকলেই।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥