• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষে ‘মোনালিসা’র ছবিতে মালা, ধুপ দিয়ে পুজো! ভিঞ্চি থাকলে মেরেই দিত, নেটপাড়ায় চরম ট্রোলড গৌরী

Updated on:

Gouri Elo gouri Worships Monalisa Painting gets trolled on social media

বাঙালি দর্শকদের প্রতিদিনের বিনোদনের খোরাক বলতে সবার আগে আসে বাংলা সিরিয়াল (Bangla Serial)। সব কাজ সেরে সন্ধ্যে বেলায় টিভির পর্দায় নানা ধরণের সিরিয়াল দেখতে হাজির হয়ে যান দর্শকেরা। নানা চ্যানেলে নানা সিরিয়ালের ভিড়ে বেশ কিছু সিরিয়াল আলাদা করে নজর কেড়ে নেয়। ঠিক যেমটা ‘গৌরী এল’ (Gouri Elo) সিরিয়াল করেছিল। কিন্তু সম্প্রতি সিরিয়ালে গৌরির কান্ড দেখে রীতিমত খিল্লি শুরু হয়েছে দর্শকদের মধ্যেই।

জি বাংলার পর্দায় বেশ কিছুদিন হল শুরু হয়েছে ‘গৌরী এল’। ভগবান শিব ও গৌরীর প্রেমের সাথে আধ্যাত্মিক যোগ মিলিয়ে তৈরী সিরিয়ালের কাহিনী। অনেকেই শুরু থেকেই এই সিরিয়াল দেখতে পছন্দ করেন। গ্রামের মেয়ে গৌরি বরাবরই ঠাকুর ভক্ত। বিশেষে মা কালীর প্রতি তাঁর আলাদাই ভক্তি। অন্যদিকে সিরিয়ালের নায়ক ঈশান ডাক্তার ঠাকুরের প্রতি তার সেভাবে আগ্রহ নেই।

Gouri Elo,Gouri Elo Trolled,Gouri Elo Serial Gouri Trolled,গৌরী এল,গৌরী এল সিরিয়াল,মোনালিসাকে ধুপ দিয়ে পুজো,লিও নার্দো দ্য ভিঞ্চি,ভাইরাল ভিডিও,সিরিয়ালের খবর

সিরিয়ালে ঈশানকে  নাস্তিক হিসাবেই দেখানো হয়েছে গৌরিকে। তবে নাস্তিক হলেও মহাদেবের অংশ ঈশান তাই গৌরী আর ঈশানকে এক হতেই হবে। ইতিমধ্যেই দুজনের বিয়েও হয়ে গেছে। গৌরিকে বিয়ে করে নিজের বাড়িতে এনে হাজির করেছে সে। আর গ্রামের সাধাসিধে গৌরি কিভাবে শহরে নিজেকে মানিয়ে নেবে সেটা নিয়েই চলছে সিরিয়ালের কাহিনী।

সাধাসিধে গৌরী শহরের সুইমিং পুলকেই পুকুর ভেবে জামা কেচে স্নান করেছে। এই দেখেই রীতিমত হেসে কুটোপাটি খাচ্ছে দর্শকেরা। এমনকি গৌরী পুলের মালিককে বলে, গ্রাম থেকে কচুরিপানা আর মাছ এনে ছেড়ে দিলেই দারুন লাগবে ‘পুল পুকুর’। তবে এসব নিয়ে খিল্লি হয়নি। যেটা নিয়ে সম্প্রতি নেটপাড়ায় তুমুল চর্চা শুরু হয়েছে সেটা হল, একটা ছবির পুজো করা দেখে।

Gouri Elo,Gouri Elo Trolled,Gouri Elo Serial Gouri Trolled,গৌরী এল,গৌরী এল সিরিয়াল,মোনালিসাকে ধুপ দিয়ে পুজো,লিও নার্দো দ্য ভিঞ্চি,ভাইরাল ভিডিও,সিরিয়ালের খবর

সিরিয়ালের একটি দৃশ্যে দেখা যাচ্ছে ঈশানের ঘরে সাজানো ছবি দেখে সেটাকে ঠাকুর ভেবে বসেছে সে। আর তাই লিওনার্ডো দ‍্য ভিঞ্চির আঁকা বিশ্ব বিখ্যাত ছবি ‘মোনালিসা’কে ঠাকুর ভেবে বসেছে সে। ঘোমটা কালীর থেকে ফুলের মালা আর ধুপ এনে পুজো আরতি করছে সে। যদিও আদৌ কাকে যে সে পুজো করছে সেটা বোঝেনি গৌরী।

মোনালিসার ছবিতে মালা দিয়ে ধুপ দেখিয়ে পুজো করার এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়েছে। নেটপাড়ায় এই ভিডিও দেখেই শুরু হয়ে গিয়েছে ট্রোলিং। টিভিতে এমন দৃশ্য দেখে অনেকেই হেসে গড়াগড়ি দিয়েছেন। আবার এক নেটিজেন কমেন্ট করেছেন, ‘আজ যদি “লিওনার্দো দ্যা ভিঞ্চি” দাদু বেঁচে থাকতো, আনন্দে তার চোখে জল এসে যেতো

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥