বিনোদনভিডিওসিরিয়াল

ঠাকুরদেরও জামাই ষষ্ঠী! ঈশানকে খাওয়াতে গৌরীর মায়ের বেশে হাজির স্বয়ং মা ঘোমটা কালী

বাংলা সিরিয়ালের দর্শকদের কাছে বরাবরই ভক্তিমূলক সিরিয়ালের চাহিদা রয়েছে তুঙ্গে। জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত এমনই একটি ভক্তিমূলক একটি সিরিয়াল হল ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই ধারাবাহিকের নায়ক নায়িকা ঈশান-গৌরী  (Ishan-Gouri) ছাড়াও স্বয়ং মা ঘোমটা কালীই (Ghomta Kali) হলেন এই সিরিয়ালের অন্যতম মূল আকর্ষণ।

ভক্তিমূলক সিরিয়াল হওয়ায় মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের অলৌকিক কান্ড কারখানা ঘটতে দেখা যায় এই ধারাবাহিকে। তাই এই সিরিয়ালটি নিয়ে বরাবরই দর্শকমহলে চর্চার শেষ নেই। যা দেখে দর্শকরা বহুবার দাবি জানিয়েছেন ধর্মীয় সিরিয়ালের ঠাকুর দেবতা নিয়ে এই ধরনের ছেলে খেলা করা একেবারেই ঠিক হচ্ছে না। তবে সিরিয়াল নিয়ে যতই ট্রোল চলুক  না কেন দিনের শেষে টি আর পি লিস্টে ছবিটা কিন্তু একেবারে অন্য।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,ঈশান,Ishan,গৌরী,Gouri,জামাইষষ্ঠী,Jamaisasthi,ঘোমটা কালী,Ghomta Kali

প্রতি সপ্তাহেই টি আর পি তালিকায় কিন্তু প্রথম পাঁচের মধ্যেই ঘোরাফেরা করে গৌরী এলো। প্রসঙ্গত সদ্য গিয়েছে জামাইষষ্ঠীর পর্ব। সারা বাংলা জুড়ে মহা ধুমধাম করে সবাই পালন করেছেন এই বিশেষ দিনটাকে। শ্বাশুড়িরা যেমন মনের সাধ মিটিয়ে এই বিশেষ দিনে তাদের জামাইকে ভালো মন্দ খাইয়েছেন তেমনি জামাইরাও দুহাত ভরে উপহার দিয়েছেন শ্বাশুড়িদের।

তবে শুধু বাস্তবেই নয় এবার এক অভিনব জামাই ষষ্ঠীর সাক্ষী থাকলেন বাংলার সিরিয়ালের দর্শকরাও।  জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক গৌরী এলোতে মহাদেবের অংশ ঈশানকে নিজের হাতে জামাইষষ্ঠীর বাটা দিতে ছদ্মবেশ ধরে আসতে দেখা গেল স্বয়ং মা ঘোমটা কালিকে। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন সদ্য মৃত্যুঞ্জয় বাবার খোলস ছেড়ে আবার আগের রূপে ফিরে এসেছে ডাক্তার ঈশান ঘোষাল।

এতদিন সত্যিটা সবার থেকে লুকিয়ে রাখলেও এবার এই সত্যিটা জেনে গিয়েছে গোটা ঘোষাল বাড়ির সমস্ত সদস্যরা। আর ঈশান বাড়ি আসার পর গৌরীর কাছ থেকে ঈশানের ফেরার কথা শুনে জামাইষষ্ঠীর দিনে গৌরীর মা তাকে নিজের হাতে রান্না করে খাওয়ানোর ইচ্ছা প্রকাশ করেছিল। কিন্তু তিনি অসুস্থ থাকায় আসতে পারেননি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জি বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,ঈশান,Ishan,গৌরী,Gouri,জামাইষষ্ঠী,Jamaisasthi,ঘোমটা কালী,Ghomta Kali

তাই গৌরীর মায়ের ইচ্ছা পূরণ করতে গৌরির মায়ের ছদ্মবেশেই ঘোষাল বাড়িতে এসেছিলেন স্বয়ং মা ঘোমটা কালি। অন্যদিকে মায়ের হাতের রান্না করা অমৃত খেয়ে প্রশংসায় পঞ্চমুখ ঈশান। তবে বারবার ছলনা করে গৌরীর কাছে ধরা না দিলেও এদিন ছদ্মবেশে আসলেও গৌরী তাঁর মাকে অর্থাৎ মা ঘোমটা কালিকে ঠিক চিনতে পেরেছিল। টিভির পর্দায় গৌরী এলোর এই পর্ব দেখে চোখ জুড়িয়েছে দর্শকদের।

Back to top button