• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেন সাক্ষাৎ মা! জিভ বের করে ঘোমটা মাথায় অবিকল কালীর রূপ ধরল গৌরী, ভাইরাল ভিডিও

ঘোমটা কালী,গৌরী এলো,বাংলা ধারাবাহিক,TRP,Ghomta Kali,Gouri Elo,Bengali serial,star jalsha

জি বাংলা স্টার জলসার পর্দায় সম্প্রতি শুরু হয়েছে ব্যাক টু ব্যাক একাধিক নতুন ধারাবাহিক। সমস্ত ধারাবাহিকেরই আলাদা আলাদা বিষয়। কোনোটা নারী কেন্দ্রিক, তো কোনোটা ভক্তিমূলক আবার কোনোটা অসময়ী বয়সের নিখাদ প্রেম কাহিনি। আর সন্ধ্যে হলেই এই ধারাবাহিক ছেড়ে উঠতে পারেনা বাঙালি পরিবারের মা কাকিমারা। এমনই একটি নতুন সিরিয়াল হল জি বাংলার ‘গৌরী এল (Gouri Elo)’।

‘গৌরী এল’ সিরিয়ালের কাহিনী অনুযায়ী অন্ধ বিশ্বাস নয় বরং মনের ভক্তি ও বিজ্ঞানের মেলবন্ধন তুলে ধরা হবে। অর্থাৎ একঘেয়ে সিরিয়ালের থেকে একটু আলাদা কিছু দেখানো হবে দর্শকদের। ধারাবাহিকে দেখানো হচ্ছে, গল্পের নায়িকা ও নায়ক আসলে গৌরী পার্বতীর অংশ। স্বয়ং মহাদেবের ইচ্ছাতেই তাদের দুজনের মিলন হবে। তবে তাঁর মাঝে থাকবে হাজারো বাঁধা, সেই কাহিনীই তুলে ধরা হয়েছে পর্দায়। ইতিমধ্যেই নাটকীয় ভাবে বিয়ে হয়েছে ঈশান গৌরীর।

ঘোমটা কালী,গৌরী এলো,বাংলা ধারাবাহিক,TRP,Ghomta Kali,Gouri Elo,Bengali serial,star jalsha

গৌরীকে বিপদের হাত থেকে বাঁচাতে গিয়েই মা কালীকে সাক্ষী রেখে তার সিঁথিতে সিঁদূর দিয়েছে ঈশান। এবাত শ্বশুর বাড়িতে হাজির হয় গৌরী। সত্যি বলতে, পর পর এমন নতুন নতুন চমক নিয়ে আসছে এই ধারাবাহিক যে TRP রেটিং এ প্রথম ১০ থেকে তাকে হেলানো যাচ্ছেনা। এমনিতেই আধ্যাত্মিক ধারাবাহিকের চাহিদা বরাবরই বেশি বাঙালিদের মধ্যে।

ঘোমটা কালী,গৌরী এলো,বাংলা ধারাবাহিক,TRP,Ghomta Kali,Gouri Elo,Bengali serial,star jalsha

সম্প্রতি, একটি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে ‘গৌরী এলো’ ধারাবাহিকের৷ যেখানে শ্বশুর বাড়িতে এসেই সেখানকার প্রতিষ্ঠিত ঘোমটা কালীকে প্রণাম করতে ছোটে গৌরী। আলতা মাখা পায়ে, বিয়ের সাজে সে ছুটতে ছুটতে এসে দাঁড়ায় মন্দিরে। কিন্তু তাতে তার শ্বশুর বাড়ির অনেকেরই ক্ষোভ তৈরি হয়। গৌরী তা বুঝতে পেরেই মাথায় ঘোমটা দিয়ে জিভ বের করে বসে, এবং অবিকল ঘোমটা কালীর রূপ ধারণ করে গৌরী। এই ভিডিও এই মুহুর্তে চূড়ান্ত ভাইরাল নেটপাড়ায়।

https://youtu.be/ctH3zzkHAdY

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥