• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ছোট্ট তারা স্মৃতি ফেরাতেই ভিখারিনী থেকে শয়তানী শৈল মা! প্রকাশ্যে ‘গৌরী এলো’র আগাম ঝলক

বাংলা সিরিয়ালের (Bengali Serial) ইতিহাস সাক্ষী খলনায়িকারা (Villain) যতই বিপদে পড়ুক কিংবা অসহায় থাকার অবস্থায় পড়ুক না কেন তাদের শয়তান মস্তিষ্ক কখনই ভালো হতে পারে না। বারবার শাস্তি পেয়েও কিছুতেই শোধরায় না ভিলেনরা। একথাই আরও একবার প্রমাণিত হতে চলেছে জি বাংলার  (Zee Bangla) অন্যতম জনপ্রিয় বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘গৌরী এলো’তে (Gouri Elo)।

মা কালির লীলা কাহিনী নিয়ে তৈরি ভক্তিমূলক এই সিরিয়ালে শুরু থেকেই দেখা যাচ্ছে খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন ঘোষাল বাড়ির মেয়ে তথা ঈশানের পিসি শৈল মা। ভন্ড-পাপী এই শৈল মা নিজের জীবনে বহু অন্যায় কাজ করেছে। নিজের স্বার্থসিদ্ধি করতে ঈশান গৌরিকে তো বটেই তাঁদের একরতি মেয়ে তারাকেও  প্রাণে মারতে হাত কাঁপে নি তার।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,তারা,Tara,শৈল মা,Shailo Ma,কামব্যাক,Comebck,ভিখারী,Beggar,নতুন প্রোমো,New Promo

তবে মা ঘোমটা  কালীর কৃপা দৃষ্টিতে শেষমেষ মুখোশ খুলে যায় শৈলমায়ের।  জেলেও গিয়েছিল সে, কিন্তু সদ্য এক বড়সড়ো লিপ নিয়েছে এই ধারাবাহিক। তারপর দেখা যাচ্ছে ঈশান গৌরির মেয়ে তারা বেশ বড় হয়ে গিয়েছে। সে এক ভিখারি পাগল মহিলাকে নিজের বন্ধু বলে মনে করে। পরে দেখা যায় তারা সেই বন্ধু আর কেউ নয় সে আসলে সেই সর্বনাশী শৈলমা।

সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন শৈলমার কথা অনুযায়ী এখন এই কয়েক বছরে তিনি নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে।  তাই সে এখন পথের ভিখারিনী হয়েছে। কিন্তু অতীতের কথা  এখনও ভোলেনি গৌরী।  কিছুতেই বিশ্বাস করতে পারছে না শৈলমাকে। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের একটি নতুন প্রমো।

বাংলা সিরিয়াল,Bengali Serial,জী বাংলা,Zee Bangla,গৌরী এলো,Gouri Elo,গৌরী,Gouri,তারা,Tara,শৈল মা,Shailo Ma,কামব্যাক,Comebck,ভিখারী,Beggar,নতুন প্রোমো,New Promo

সেখানে দেখা যাচ্ছে দেবীর অংশ ছোট্ট তারা বন্ধু শৈল মায়ের সাথে খেলা করছে। সেখানে তারা হয়েছে মা কালী আর শৈলমাকে বানিয়েছে নিজের ভক্ত। তাই খেলার চলে শৈল তারার হাতে ফল দিতেই তারা সাইলোর মাথায় হাত রেখে বলে ওঠে ‘তোমার কর্মফল’ আমি নিয়ে নিলাম’।

এরপর দেখা যায় তারা মাথায় হাত রাখতেই অতীতের সমস্ত স্মৃতিশক্তি ফিরে আসে শৈলমায়ের। তারপরেই সে আবার নতুন করে ষড়যন্ত্র করে বলতে শুরু করে ‘কর্মফল তো নিলি, কিন্তু তার ফলাফল কি ভালো হবে তার?’ দূর থেকে শৈলমায়ের এই নতুন ষড়যন্ত্রের কথা শুনে চমকে ওঠে গৌরী।