সময়টা মোটেই ভালো যাচ্ছে না জি বাংলার একাধিক সিরিয়ালের। ইতিমধ্যেই টিআরপি লিস্টে বড়সড় ধাক্কা খেয়ে পিছিয়ে পড়েছে এই বিনোদনমূলক চ্যানেলের একাধিক সিরিয়াল। তাই ফের একবার টিআরপি চার্টে নিজেদের জায়গা দখল করতে এবং দিনের পর দিন দর্শক মহলে তৈরি হওয়া ক্ষোভ মেটাতে নড়ে চড়ে বসেছে চ্যানেল কর্তৃপক্ষ।
এরইমধ্যে সদ্য শুরু হয়েছে জি বাংলার একেবারে নতুন সিরিয়াল ‘গৌরী এল’ (Gauri Elo)। এই সিরিয়াল দেখে ইতিমধ্যেই দর্শকরাও বলা শুরু করেছেন ‘পিলু’ আর ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর পর টিআরপির লড়াইয়ে পিছিয়ে পড়া জি বাংলার নতুন বাজি হতে চলেছে ‘গৌরী এলো’। সিরিয়ালে গ্রামের এক কিশোরী মেয়ে গৌরী মা কালির ভক্ত।
সিরিয়ালে এই গৌরীর চরিত্রে অভিনয় করছেন মোহনা মাইতি (Mohana Maiti)। আসলে তিনি হলেন জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের প্রতিযোগি। আর তার বিপরীতে পেশায় ডাক্তার তথা বিজ্ঞানের পূজারী নায়কের চরিত্রে দেখা যাচ্ছে টেলি অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য ইতিপূর্বে তিনি ‘দুর্গা দূর্গেশ্বরী’তে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন। এছাড়াও এই সিরিয়ালে দেখা যাচ্ছে একধিক জনপ্রিয় অভিনেতা -অভিনেত্রীদের।
এই সিরিয়ালের যারা নিয়মিত দর্শক তারা সকলেই জানেন, বাড়ি থেকে দূরে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা করতে এসেছেন ডাক্তার ইশান ঘোষাল। তার চিকিৎসার জন্য গ্রামের মানুষদের কাছে তিনি ধনন্তরী ঘোষাল ডাক্তার বলেই পরিচিত। সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষের তরফে এই সিরিয়ালের একটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই ভিডিওতে দেখা যাচ্ছে গ্রামের চিকিৎসা কেন্দ্রের মধ্যেই একটা ঘরে প্রতিষ্ঠা করা হয়েছে মা কালির মূর্তি। সেই মূর্তি সরিয়ে অনত্র প্রতিষ্ঠা করতে বলে ইশান। কারণ ওই জায়গায় গ্রামের মহিলাদের জন্য বসার জায়গা করতে চায় সে। কিন্তু গৌরী জানায় এই ব্যবস্থা অন্য জায়গায় করতে তার মাকে ওই ঘর থেকে সরানো যাবে না। এই নিয়েই তাদের দুজনের মধ্যে শুরু হয় ব্যাপক তর্ক।