• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বামী মারা যেতেই গর্ভবতী! শৈলমাকে শাস্তি দিতে বংশধর আনছে গৌরী, ফাঁস আগাম ট্র্যাক

Published on:

Gouri got pregnant Gouri elo new promo on air

জি বাংলার (Zee Bangla) অত্যন্ত জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘গৌরী এলো’ (Gouri Elo)। মূলত ধর্ম আর বিজ্ঞানের মিশেলে তৈরি এই ধারাবাহিক নিয়ে বরাবরই কৌতূহলের অন্ত নেই দর্শকমহলে। সিরিয়ালটির নিয়মিত দর্শকরা জানেন এই ধারাবাহিকের নায়ক-নায়িকা ঈশান-গৌরী (Ishan Gouri) হলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর মানব রূপ।

ঈশ্বরের অংশ বাস করেন তাদের শরীরে। তাই মা ঘোমটা কালি এবং মহাদেবের আশীর্বাদে মাঝেমধ্যেই এই ধারাবাহিকে ঈশান-গৌরীর হাত ধরে নানা ধরনের অলৌকিক কাণ্ডকারখানা দেখা যায়। এই সিরিয়ালের দর্শকরাও ইতিমধ্যে যার সাক্ষী থেকেছেন বহুবার। নিয়মিত দর্শকরা জানেন কিছুদিন আগেই ধারাবাহিকে মৃত্যু হয়েছে নায়ক অর্থাৎ ডাক্তার ঈশান ঘোষালের।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,ঈশান,Ishan,গৌরী,Gouri,গর্ভবতী,Pregnanat,শৈলমা,Shailama,নতুন প্রোমো,New Promo

দেখা গিয়েছে শৈলমার চক্রান্তে ঈশান কে খাদের কিনারায় দাঁড়িয়ে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছিল এক ভন্ড সন্ন্যাসী। ইতিমধ্যেই সে আবার এসে হাজির হয়েছে ঘোষাল বাড়িতে। শৈলমার কথা মতোই আড়ালে থেকেই সে সমানে ক্ষতি করার চেষ্টা করে চলছে গৌরির। গত পর্বে ধারাবাহিকের দেখা গিয়েছে গৌরীকে প্রাণে মারার জন্য আগে থেকে রেলিং কেটে রাখার ব্যবস্থা করেছিল শৈলমা।

জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,ঈশান,Ishan,গৌরী,Gouri,গর্ভবতী,Pregnanat,শৈলমা,Shailama,নতুন প্রোমো,New Promo

আর সেখান দিয়েই গৌরীকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে সে। এরইমধ্যে সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের নতুন এক ধামাকা প্রমো। সেখানে দেখা যাচ্ছে শৈল মা গৌরীকে উপর থেকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। তবে অত উঁচু থেকে নীচে পড়লেও গৌরী এসে পড়ে ফুলের বিছানায়। এরপর তাকে দেখে ডাক্তার জানায় সে এবার মা হতে চলেছে।জি বাংলা,Zee Bangla,বাংলা সিরিয়াল,Bengali Serial,গৌরী এলো,Gouri Elo,ঈশান,Ishan,গৌরী,Gouri,গর্ভবতী,Pregnanat,শৈলমা,Shailama,নতুন প্রোমো,New Promo

প্রসঙ্গত ঈশানের মৃত্যুর পর ঘোষাল বাড়িতে এমন একটা সুখবর আশায় যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছেন বাড়ির সকলে। তবে এখন দেখার ঈশান গৌরীর সন্তান আসায় শৈল মা নতুন করে আবার কোন ষড়যন্ত্র করে। অন্যদিকে সিরিয়ালে বহুদিন ধরে ডাক্তার বাবু ঈশানের দেখা না পেয়ে গৌরীর মতোই মন খারাপ দর্শকদের। সকলের এখন অপেক্ষায় রয়েছেন ঈশানের নতুন রূপে ঘোষাল বাড়ি ফিরে আসার অপেক্ষায়।

অন্যদিকে নতুন প্রোমোতে অত উঁচু থেকে নীচে পড়ে যাওয়ার পরেও গৌরীকে সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক থাকতে দেখে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল ট্রোলিং

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥