সিরিয়াল আর বিনোদন কথাটা একে অপরের পরিপূরক। অবসরসময়ে ক্লান্তি দূর করতে একেবারে ম্যাজিকের মতো কাজ করে এই বিনোদনমূলক সিরিয়ালগুলি। দর্শকরা সবসময়ই নতুনত্ব দেখতে চান। আর এখনকার দিনে কিন্তু দর্শকমহলে ধর্মীয় বিষয়কেন্দ্রিক সিরিয়ালের চাহিদা রয়েছে তুঙ্গে। বর্তমানে দর্শকমহলে দারুণ জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল জি বাংলার ‘গৌরী এলো’ (Gouri Elo)।
সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে এই সিরিয়ালের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। একটা সময় বেশ কয়েক সপ্তাহ টিআরপি তালিকায় একেবারে তাক লাগিয়ে দিয়ে বেঙ্গল টপার হয়েছিল ‘গৌরী এলো’। তবে এখন দিনের পর দিন একেবারে তলানিতে থেকেছে এই সিরিয়ালের টিআরপি।
এই সিরিয়ালের বিরুদ্ধে দর্শকদের বরাবরের অভিযোগ ধর্মের নামে ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করা হয়।এই সিরিয়ালের যারা নিয়মিত তারা সকলেই জানেন ধারাবাহিকের নায়ক নায়িকা ইশান (Ishan)-গৌরী (Gouri)হল হরগৌরীর মানব রূপ। তাই মাঝে-মধ্যেই নানা ধরনের অলৌকিক কান্ড কারখানা দেখা যায় এই সিরিয়ালে।
এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে মা ঘোমটা কালির সামনে যজ্ঞ করতে বসেছে শৈল মা। সেইসাথে তার দাবি গৌরী সরে যাওয়ায় ওই সিংহাসনে আবার বসবে সে। আর ঠিক তখনই পুলিশ নিয়ে হাজির হয় ঈশান গৌরী।সেইসাথে ঈশান স্পষ্ট জানায় এখন শৈল মায়ের সিংহাসন মন্দিরে নয় জেলে। আর গৌরী জানায় এবার তারা সমস্ত প্রমাণ নিয়েই এসেছে। যা শুনে চমকে ওঠে শৈল মা।