• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

পরিবারের সাথে দেখা যায় না! গৌরীর সাথে ‘বেড সিন’ নিয়ে ট্রোলড হয়ে মুখ খুললেন ‘ঈশান’ বিশ্বরূপ

Published on:

Gouri Elo Ishan AKA Biswarup Banerjee opens up about trolling of Ishan Gouri romance

জি বাংলার (Zee Bangla) ‘গৌরী এলো’ (Gouri Elo) ধারাবাহিকটি শুরু থেকেই চর্চার কেন্দ্রে থেকেছে। সম্প্রতি এক বছর সম্পূর্ণ হওয়া এই সিরিয়াল যেমন টিআরপি তালিকায় ভালো পারফর্ম করেছে, তেমনই আবার সোশ্যাল মিডিয়ায় বহুবার ট্রোলও হয়েছে। মহাদেবের অংশ হিসেবে ঈশান (Ishan) এবং মা কালীর অংশ হিসেবে গৌরীকে (Gouri) দেখানো নিয়ে কম হাসিঠাট্টা হয়নি নেটপাড়ায়। অনেকেই বলেছিলেন, দেবদেবীদের নিয়ে এমন ছেলেখেলা না করাই উচিত।

সম্প্রতি যেমন ফের একবার ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। পারিবারিক শোয়ে নায়ক-নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য দেখিয়ে রোষের মুখে পড়েছে ‘গৌরী এলো’। সেই সঙ্গেই ট্রোলড হচ্ছেন ‘ঈশান’ অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswarup Banerjee)। সম্প্রতি এই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি নিজে।

Ishan Gouri romance, Gouri Elo, Ishan Gouri romance trolled, Ishan Gouri romance in Gouri Elo

‘গৌরী এলো’য় দোলের আগের একটি পর্বে দেখানো হয়েছিল, শৈল মায়ের ষড়যন্ত্রের জন্য ঈশান এবং গৌরীর মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং তাঁরা একে অপরের থেকে খানিকটা দূরে চলে গিয়েছে। তবে যে মুহূর্তে তাঁরা ফের কাছাকাছি আসে, সমস্ত মান-অভিমান গলে জল হয়ে যায়। এরপরই ঈশান এবং গৌরীর ঘনিষ্ঠ মুহূর্ত দেখানো হয় সিরিয়ালে।

ছোটপর্দায় সাধারণত নায়ক-নায়িকার এতখানি ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয় না। সেক্ষেত্রে ছকভাঙা পথে হেঁটে দর্শকদের একাংশের রোষের মুখে পড়ে ‘গৌরী এলো’। পাশাপাশি অনেকে এও বলেন, নায়ক বিশ্বরূপ এবং নায়িকা মোহনার মধ্যে বাস্তবে বয়সের অনেকটা ফারাক রয়েছে। তাই তাঁদের মধ্যে এমন দৃশ্য দেখানো হলে খুবই দৃষ্টিকটু লাগে।

Ishan Gouri romance, Gouri Elo, Ishan Gouri romance trolled, Ishan Gouri romance in Gouri Elo

শুধু এটুকুই নয়, অনেকে তো এও বলেছেন যে ‘গৌরী এলো’ এখন আর পরিবারের সঙ্গে বসে দেখা যায় না! সব মিলিয়ে সোশ্যাল মিডিয়া খুললেই এখন ঈশান-গৌরীর ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চলতে থাকা ট্রোলিং চোখে পড়ছে। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন বিশ্বরূপ নিজে।

Gouri Elo Ishan, Biswarup Banerjee

লাগাতার ট্রোলিংয়ের মুখে পড়ে পর্দার ঈশান সাফ বলেন, তাঁদের ট্রোল করে কী লাভ হবে? তাঁরা চিত্রনাট্য দেখে অভিনয় করছেন এবং সেই অনুযায়ী টাকা পাচ্ছেন। পাশাপাশি বিশ্বরূপ এও জানান, তিনি সোশ্যাল মিডিয়ায় খুব বেশি অ্যাক্টিভ থাকেন না। তবে এটা জানেন, টিআরপি বেশি পাওয়া ধারাবাহিকগুলি নিয়ে এখন রোস্ট ভিডিও তৈরি হয়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥