দর্শকদের মনোরঞ্জনের জন্য বিভিন্ন চ্যানেলে একাধিক সিরিয়াল (Serial) সম্প্রচারিত হয়। তবে কিছু সিরিয়াল আলাদাই জনপ্রিয়তা পেয়ে যায়। আর সিরিয়ালের দৌলতে অভিনেতা অভিনেত্রীরাও ব্যাপক পপুলার হয়ে যান বাস্তবেও। এই যেমন জি বাংলার জনপ্রিয় একটি সিরিয়াল ‘গৌরী এল’ (Gouri Elo)। ইদানিং টিআরপি (TRP) তালিকায় প্রথম তিন বা পাঁচের মধ্যেই থাকছে সিরিয়ালটি। সিরিয়ালে গৌরী চরিত্রে অভিনয় করছেন মোহনা মাইতি (Mohona Maity)।
অভিনেত্রী বয়সের দিক থেকে ইন্ডাস্ট্রির বাকি নায়িকাদের থেকে অনেকটাই ছোট। তবে জনপ্রিয়তায় কিন্তু কোনো অংশে কম নন মোহনা। জানলে অবাক হবেন গৌরী এল অভিনেত্রী কিন্তু বাস্তবে স্কুলের ছাত্রী। কোন ক্লাস জানেন? সবেমাত্র দশম শ্রেণীতে পড়ছেন মোহনা। আর এই বয়সেই প্রথম সারির টেলিভিশন চ্যানেলের লিড রোলে দর্শকদের মন জিতেছেন অভিনেত্রী।
‘গৌরী এল’ সিরিয়ালই মোহনার প্রথম অভিনয়ের কাজ। অবশ্য এর আগেও টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছিল তাকে। কোথায় জানেন? জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়্যালিটি শো ডান্স বাংলা ডান্সের মঞ্চে দেখা গিয়েছিল মোহনাকে। এরপরেই আসে অভিনয়ের সুযোগ। তবে পর্দার গৌরী আর বাস্তবের মোহনাকে কিন্তু রীতিমত চেনা দায়।
সম্প্রতিকালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, রাস্তায় বেরোলে তাকে কেউ গৌরী অভিনেত্রী বলে চিনতেই পারে না। এর কারণ বয়সে এখনও অনেকটাই ছোট সে। ১৬ বছরের ফ্রক পড়া মেয়ে যে এমন দক্ষ অভিনয় করতে পারে সেটা অনেকেই বুঝতে পারেন না। তবে একথা বলতেই হয় যে অভিনয়ের দক্ষতায় নিজেকে প্রমাণ করে দিয়েছেন মোহনা।
এদিকে শুধু শুটিং নয় সাথে পড়াশোনাও চালিয়ে যেতে হয় অভিনেত্রীকে। আগেই বলেছি বর্তমানে দশম শ্রেণীর ছাত্রী সে। তাই সামনেই মাধ্যমিক পরীক্ষা। অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও চালিয়ে যেতে হয় একতালে। অভিনেত্রীর মতে, ৮-১০ ঘন্টা শুটিংয়ের পর পড়াশোনার জন্য সময় বের করা বেশ চাপের। তবে পড়াশোনা তো করতেই হবে, তাই শুটিংয়ের ফাঁকেই পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি।
প্রসঙ্গত, শেষ প্রকাশিত টিআরপি তালিকায় তৃতীয় স্থানে রয়েছে গৌরী এল সিরিয়াল। মিঠাই আর গাঁটছড়ার পরেই বাংলার সর্বাধিক জনপ্রিয় সিরিয়াল এখন গৌরী এল। সিরিয়ালে ধূর্জুটি বাবা আর শৈল মায়ের মুখোশ খুলে দেবে গৌরী।