সিরিয়াল মানেই সিরিয়ালপ্রেমী দর্শকদের কাছে একমুঠো অক্সিজেনের মতো। তাই অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। তবে তবে একঘেয়ে সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়া নয়, এখনকার দিনে সময়ের সাথে সাথে বদলেছে সিরিয়ালের বিষয়বস্তু। দিনে দিনে দর্শক মহলে বাড়ছে ঠাকুর দেবতা নিয়ে সিরিয়াল তৈরী সিরিয়াল দেখার প্রবণতা।
তাই ঠাকুর দেবতা নিয়ে তৈরি সিরিয়াল হলে তো কথাই নেই।বর্তমানে দর্শকমহলে দারুণ জনপ্রিয় এমন একটি সিরিয়াল হলে জি বাংলার ‘গৌরী এলো’ (Gouri Elo)। এই সিরিয়ালের মধ্য দিয়ে ধর্ম এবং বিজ্ঞানের সুন্দর মিশেল ঘটেছে। এই সিরিয়ালের নিয়মিত দর্শক যারা তারা সকলেই জানেন এই সিরিয়ালের নায়ক-নায়িকা দুজনেই হর গৌরীর আশীর্বাদধন্য।
ধারাবাহিকে পেশায় ডাক্তার ইশান (Ishan) ঘোষালের চরিত্রে অভিনয় করছেন দূর্গা দূর্গেশ্বরী খ্যাত অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় (Biswarup Banerjee) আর নায়িকা গৌরীর (Gouri) চরিত্রে রয়েছেন ডান্স বাংলা ডান্স খ্যাত নবাগতা অভিনেত্রী মোহনা মাইতি (Mohana Maity)। ইতিমধ্যেই দর্শকরাও ভালোবেসে ফেলেছেন মানুষ রূপী এই শিব পার্বতীর জুটির খুনসুটি, হাসি, মজা,ভালোবাসা মেশানো মিষ্টি প্রেমের গল্প।
প্রসঙ্গত এই ধারাবাহিকের হাত ধরে প্রথমবার অভিনয় হাতে খড়ি হয়েছে ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী তথা অভিনেত্রী মোহনা মাইতির। অনেকেই হয়তো জানেন জি বাংলার এই নায়িকা এখনও পর্যন্ত মাধ্যমিকও পাশ করেননি। মুর্শিদাবাদের মেয়ে মোহনা সবেমাত্র দশম শ্রেণীতে পড়ছেন। ডান্স বাংলা ডান্সে প্রতিযোগী হয়ে এসেই রাতারাতি ঘুরে যায় তার ভাগ্যের চাকা। প্রথম সিরিয়াল থেকেই পেয়েছেন নায়িকা হওয়ার সুযোগ।
অভিনয় জীবনের বয়স বেশিদিন না হলেও অভিনয়ের (Acting) জন্য সোশ্যাল মিডিয়ায় প্রশংসার পাশাপাশি জোটে সমালোচনাও। তাই যেমন অনুরাগী রয়েছে তেমনই রয়েছেন একদল সমালোচক। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই অনেকে মন্তব্য করেন সিরিয়ালে অত্যন্ত ন্যাকানাকা অভিনয় করে গৌরী অভিনেত্রী মোহনা। ধারাবাহিকে দেখা যায় মাঝেমধ্যেই মা কালীর সাথে আপন মনে কথা বলছে গৌরী।
সম্প্রতি টলি টাইম বলে একটি ইউটিউব চ্যানেলে সাথে সাক্ষাৎকারে বসে ছিলেন পর্দার গৌরী অভিনেত্রী মোহনা মাইতি। সেখানে তিনি জানিয়েছেন সিরিয়ালের গৌরীর মতোই বাস্তব জীবনেও নাকি তিনি মা কালীর সাথে আপন মনে কথা বলতে থাকেন। অভিনেত্রীর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে ব্যাপক ট্রোলিং (Trolling)। কমেন্ট সেকশনে তাকে নিয়ে নানা রকম কটাক্ষ করেছেন অনেকেই। তাদের মধ্যে এমনই একজন মোহনাকে উদ্দেশ্য করে লিখেছেন ‘সিরিয়ালের শুধু একা নয় বাস্তব জীবনেও ন্যাকা তুমি’।