• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

মাধ্যমিক ও পাশ করেননি! ‘ডান্স বাংলা ডান্স’ থেকেই গৌরী এলোয় সুযোগ, রইল অভিনেত্রীর আসল পরিচয়

মেঘনা মাইতি,ডান্স বাংলা ডান্স,গৌরী এলো,জি বাংলা,Meghna Maity,Dance Bangla Dance,Gouri elo

সত্যি বলতে প্রতিটা বাঙালি বাড়িতেই সন্ধ্যে মানেই টিভির পর্দায় রকমারি সিরিয়াল। তুলসী তলায় সন্ধ্যে বাতি দিয়েই মা, কাকিমা, এবং পরিবারের অন্যান্য সদস্যরা মিলে বসে যায় টিভির সামনে। আর দর্শকদের জন্যেই প্রতিনিয়ত চ্যানেল কর্তৃপক্ষরা নিয়ে আসে নিত্য নতুন সব ধারাবাহিক। দিন কয়েক আগেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে দু’ই দুটি নতুন ধারাবাহিক ‘পিলু’ (Pilu) এবং ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার ‘ (Lokkhi Kakima Superstar)।

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে জি বাংলার একেবারে নতুন সিরিয়াল ‘গৌরী এল’ (Gauri Elo) -র প্রোমো। আর এই নতুন সিরিয়ালের প্রোমো দেখে দর্শকরাও বলা শুরু করেছেন ‘পিলু’ আর ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর পর টিআরপির লড়াইয়ে পিছিয়ে পড়া জি বাংলার নতুন বাজি হতে চলেছে ‘গৌরী এলো’। এই ধারাবাহিকে দেখা মিলবে একঝাঁক চেনা মুখের সাথে এক্কেবারে নতুন মুখেরও।

Zee Bangla New Serial Gouri Elo promo video with probable time slot

ধারাবাহিকে নাম চরিত্র অর্থাৎ গৌরীর ভূমিকায় অভিনয় করবেন মেঘনা মাইতি (Meghna Maiti)। তাকে অনেকেরই চেনা চেনা লাগলেও ঠিক ঠাওর করে উঠতে পারছেন না তাকে কোথায় দেখা গিয়েছে। আসলে, এই নবাগতা নায়িকা আর কেউ নন, তিনি হলেন জি বাংলার জনপ্রিয় ডান্স রিয়ালিটি শো ডান্স বাংলা ডান্সের প্রতিযোগী।

মেঘনা মাইতি,ডান্স বাংলা ডান্স,গৌরী এলো,জি বাংলা,Meghna Maity,Dance Bangla Dance,Gouri elo

সম্প্রতি ধারাবাহিকের প্রমোশনে ‘দাদাগিরি’ র মঞ্চে উপস্থিত হয়েছিলেন ‘গৌরী এলো’র গোটা টিম। সেখানেই নতুন নায়িকার সম্পর্কে জানা গেল অসংখ্য খুটিনাটি। শুনলে অবাক হবেন, জি বাংলার এই হবু নায়িকা এখনও পর্যন্ত মাধ্যমিক ও পাশ করেননি, সবে মাত্র দশম শ্রেণীতে পড়ছে সে। মফস্বল মুর্শীদাবাদের মেয়ে তিনি, লেখাপড়া করেছেন কাশীশ্বরী গার্লস হাই স্কুলে।

মেঘনা মাইতি,ডান্স বাংলা ডান্স,গৌরী এলো,জি বাংলা,Meghna Maity,Dance Bangla Dance,Gouri elo

কোনোও দিন অভিনয় করবেন ভাবেন নি, বরং তার ধ্যান জ্ঞান বলতে ছিল কেবলই নাচ৷ তাই -ই ‘ডান্স বাংলা ডান্স’ শো-এ যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকেই তার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। এই ধারাবাহিক দিয়েই ডেবিউ করবেন মেঘনা। সিরিয়ালের নায়কের চরিত্রে দেখা যাবে টেলি অভিনেতা বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়কে। উল্লেখ্য এর আগে তিনি ‘দুর্গা দূর্গেশ্বরী’তে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়াও এই সিরিয়ালে দেখা মিলবে একধিক জনপ্রিয় অভিনেতা -অভিনেত্রীদের।

খলনায়িকার চরিত্রে থাকছেন অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষ, থাকছেন ভাস্বর চট্টোপাধ্যায়, এবং দ্বৈপায়ন দাসের মতো অভিনেতারা।এখনও পর্যন্ত যা খবর এই সিরিয়ালটি তৈরি হচ্ছে ‘ক্রেজি আইডিয়াস মিডিয়াজ’-এর অধীনে। অর্থাৎ জনপ্রিয় পরিচালক-প্রযোজক স্বর্নেন্দু সমাদ্দারের প্রযোজনা সংস্থার অধীনে। এই মুহুর্তে তাঁরই প্রযোজনায় ‘এই পথ যদি না শেষ হয়’ সিরিয়াল দেখছেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥