• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দর্শকদের চাহিদায় ফের পর্দায় ফিরছে ‘ত্রিনয়নী’ জুটি, প্রকাশ্যে শ্রুতি-গৌরবের ‘রাঙা বৌ’য়ের প্রোমো

Published on:

Gourab Roy Chowdhury Shruti Das starrer Ranga Bou promo is on air on Zee Bangla

বছর শেষের আগে দর্শকদের অত্যন্ত বড় একটি চমক দিল জি বাংলা (Zee Bangla)। এমনিতেই এখন এই চ্যানেলের নতুন সিরিয়াল শুরুর হিড়িক পড়েছে। সম্প্রতি শুরু হয়েছে নতুন দুই ধারাবাহিক ‘নিম ফুলের মধু’ এবং ‘সোহাগ জল’এর সম্প্রচার। এর মধ্যেই ফের এক নতুন ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে আনল জি বাংলা।

মঙ্গলবার থেকেই জি বাংলার পর্দায় শুরু হয়েছে  নতুন ধারাবাহিকের প্রোমো সম্প্রচার। ধারাবাহিকের নাম ‘রাঙা বৌ’ (Ranga Bou)। মুখ্য চরিত্রে অভিনয় করছেন টেলি দুনিয়ার জনপ্রিয় জুটি গৌরব রায় চৌধুরী (Gourab Roy Chowdhury) এবং শ্রুতি দাস (Shruti Das)। অর্থাৎ ফের দর্শকদের পছন্দের ‘ত্রিনয়নী’ জুটি ফিরছে।

Gourab Roy Chowdhury and Shruti Das

বেশ কয়েকদিন আগে থেকে নেটমাধ্যমে গৌরব-শ্রুতির জুটি বাঁধার খবর ঘোরাফেরা করছিল। এও জানা গিয়েছিল যে জি বাংলারই একটি ধারাবাহিকে একসঙ্গে দেখা যাবে দু’জনকে। কিন্তু সেই সব খবরকে ভুয়ো বলে উড়িয়ে দিয়েছিলেন অভিনেতা নিজে।

গৌরব সোশ্যাল মিডিয়ায় স্টোরি শেয়ার করে লিখেছিলেন, ‘এই মুহূর্তে আমি কোনও ধারাবাহিক করছি না। দয়া করে গুজবে কান দেবেন না। ধন্যবাদ’। ‘ত্রিনয়নী’র দীপু নিজে একথা বলায় দর্শকরা ভেবেছিলেন হয়তো সত্যিই গুজব ছড়ানো হচ্ছে নেটদুনিয়ায়। কিন্তু এবার ‘রাঙা বৌ’এর প্রোমো দেখে অবাক হয়ে গিয়েছেন প্রত্যেকে।

Ranga Bou serial

মুহূর্তের মধ্যে গৌরব-শ্রুতি জুটির কামব্যাকের খবরে ভরে গিয়েছে নেটদুনিয়া। পাশাপাশি আবার দর্শকদের একাংশের মনে এও ঘুরছে যে নতুন সিরিয়াল আসায় আবার কোন চলতি সিরিয়ালের ঘাড়ে কোপ পড়বে!

Ranga Bou serial

প্রসঙ্গত, ‘নিম ফুলের মধু’ রাত ৮টার স্লটে শুরু হওয়ায় ‘মিঠাই’য়ের সময় সন্ধ্যা ৬টায় করে দেওয়া হয়েছে। সেই কারণে বন্ধ হয়েছে গৌরব অভিনীতই ‘পিলু’। তবে এবার পুরনো সিরিয়াল শেষ হতে না হতেই নতুন ধারাবাহিক ‘রাঙা বৌ’ নিয়ে হাজির হয়ে গিয়েছেন জনপ্রিয় এই টেলি অভিনেতা। এবার দেখার ‘ত্রিনয়নী’ জুটির এই নতুন সিরিয়ালের জন্য খাঁড়ার কোপ কোন সিরিয়ালের ঘারে গিয়ে পড়ে!

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥