• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

তিন ধর্ম মতে বিয়ে সারলেন গৌরব দেবলীনা! গ্র‍্যান্ড রিসেপশনে বসেছিল টলিপাড়ার চাঁদেরহাট

Published on:

কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। আর এই তিনটে বিষয়ই মানুষের জীবনের ধ্রুব সত্যি। অনেকটাই ঝড়ঝাপটা গেছে গৌরবের জীবনে। প্রথম বিয়ে তার সুখকর হয়নি। তাই দ্বিতীয় বিয়েটা তিন বার ভিন্ন মতে সারলেন গৌরব-দেবলীনা।

প্রথমে সনাতনী হিন্দু মত, তারপর ইসলামিক মত এবং সবশেষে খ্রিষ্টীয় ক্যাথলিক মতে দেবলীনার সঙ্গে গাঁটছড়া বাঁধেন উত্তম কুমারের নাতি গৌরব চ্যাটার্জি।

৯ই ডিসেম্বর বিয়ের পর গত ১৫ই ডিসেম্বর ছিল উত্তমকুমারের নাতি গৌরব চ্যাটার্জি এবং দেবলীনা কুমারের গ্র‍্যান্ড রিসেপশন পার্টি।

বিয়ের দিন লাল বেনারসি আর ধুতিতেই সম্পূর্ণ ট্র‍্যাডিশনাল লুকে সেজেছিলেন তারকা দম্পতি। কিন্তু রিসেপশনে তারা বেছে নিয়েছিলেন পাশ্চাত্যকেই।

রিসেপশনে খ্রিস্টান বিয়ের কনের ঢঙে সাদা গাউনে সেজেছিলেন দেবলীনা, পাশে টাক্সেডোতে গৌরব। দুজনে একসঙ্গে কেকও কাটেন। পিসি চন্দ্র গার্ডেনে এদিন বসেছিল দেবলীনা গৌরবের রিসেপশন।

এই পার্টিতে এদিন নজর কেড়েছেন সন্দীপ্তা, দিতিপ্রিয়া, উপস্থিত ছিলেন কনিনীকা, সাহেব, মানালি, তনুশ্রী, অলকানন্দা রায় সহ বহু জনপ্রিয় তারকারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥