স্টার জলসার ‘গাঁটছড়া’ (Gaatchora) ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন গৌরব চট্টোপাধ্যায় (Gourab Chatterjee) এবং শোলাঙ্কি রায় (Solanki Roy)। খড়ি এবং ঋদ্ধিমানের রসায়ন দারুণ পছন্দ দর্শকদের। তবে সিরিয়ালের গল্প এখন অনেক বছর এগিয়ে গিয়েছে। নায়িকা খড়ির মৃত্যু দেখানো হয়েছে সিরিয়ালে। সেই সঙ্গেই এন্ট্রি হয়েছে নতুন প্রজন্মের। তবে দর্শকদের একাংশ কিছুতেই সিরিয়ালের এই ট্র্যাক মেনে নিতে পারছেন না। খড়িহীন ‘গাঁটছড়া’ বয়কটের ডাক তুলেছেন তাঁরা।
স্টার জলসার এই ধারাবাহিক যারা নিয়মিত দেখেন তাঁরা জানেন, ছেলে আয়ুষ্মানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হয়েছে খড়ির (Khori)। স্ত্রীকে হারানোর পর ঋদ্ধিমান (Riddhiman) ফের আগের মতো রাগী হয়ে গিয়েছে। ছেলের সঙ্গেও তাঁর সম্পর্ক বিশেষ ভালো নয়। তবে দর্শকদের এই ট্র্যাক একেবারেই ভালোলাগছে না। তাঁদের মতে, অনেক কষ্ট করে মিল হয়েছিল ঋদ্ধি-খড়ির। এত তাড়াতাড়ি তাঁদের আলাদা না করলেও পারতো নির্মাতারা।
আসলে ধারাবাহিকের নায়িকা তথা অভিনেত্রী শোলাঙ্কির চুক্তি শেষ হয়ে গিয়েছে এবং তিনি সেটতি আর বাড়াতে চাননি। এই প্রসঙ্গে ‘গাঁটছড়া’ নায়িকা বলেছিলেন, তাঁর শরীর বিশেষ ভালো নয়। সেই জন্য কয়েকটা দিন একটু বিশ্রাম নিতে চান তিনি। তবে দর্শকরা খড়িকে ছাড়া ‘গাঁটছড়া’ কিছুতেই মানতে পারছে না।
পরিস্থিতি এতটাই জটিল হয়ে গিয়েছে যে সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালে বয়কটের ডাকও উঠতে শুরু করে দিয়েছে। অবশেষে এই পরিস্থিতিতে দর্শকদের উদ্দেশে বার্তা দিলেন ধারাবাহিকের নায়ক ঋদ্ধি তথা অভিনেতা গৌরব চট্টোপাধ্যায়।
সম্প্রতি গৌরব বলেন, যে কোনও ধারাবাহিকের কাহিনী সাধারণত বাস্তব জীবন থেকেই অনুপ্রাণিত হয়। বাস্তব জীবনে যেমন সময়ের সঙ্গে এক প্রজন্ম সরে গিয়ে আর এক প্রজন্ম আসে, ‘গাঁটছড়া’তেও তাই দেখানো হচ্ছে। তবে অভিনেতার মতে, শোলাঙ্কির প্রচুর অনুরাগী রয়েছে। সেই জন্য প্রিয় নায়িকাকে সিরিয়ালে না দেখতে পেয়ে মন খারাপ হয়ে গিয়েছে তাঁদের।
গৌরব যাই বলুক না কেন, সোশ্যাল মিডিয়ায় এখনও ‘গাঁটছড়া’ বয়কটের ট্রেন্ড চোখে পড়ছে। সম্প্রতি যেমন সিরিয়ালের নতুন মোশন পোস্টারে খড়ির অনুপস্থিতি দেখে মন খারাপ হয়ে গিয়েছে অনেকের। কারোর দাবি, খড়ির মৃত্যু হলেও তাঁর একটি ফটোফ্রেম পোস্টারে রাখাই যেত। কিছু কিছু অনুরাগী আবার এডিট করে খড়ির গলায় মালা পড়ানো ছবি বসিয়ে দিয়েছেন।