‘সাথ নিভানা সাথিয়া’ (Saath Nibhaana Sathiya) সিরিয়ালের গোপী বহুকে (Gopi Bahu) নিশ্চই সকলেই চেনেন। অনেকের মতেই আদর্শ বউ মানেই গোপী বহু। গোপী বাহুর চরিত্রের অভিনেত্রী হলেন দেবলীনা ভট্টাচার্য (Debolina Bhattacharjee)। সম্প্রতি জীবনের নতুন অধ্যায় শুরুর দিকে এক পা বাড়িয়েছেন অভিনেত্রী। সামনেই ভালোবাসার দিন ভ্যালেনটাইন্স ডে, আর তার আগেই শুভকাজ সারলেন অভিনেত্রী। দীর্ঘদিনের প্রেমিকের সাথেই সেরে ফেললেন বাগদান পর্ব!
বর্তমানে ফেব্রুয়ারি মাস চলছে যেটা ভালোবাসার মাস বলেই পরিচিত। তাই দীর্ঘদিনের গুঞ্জনের পরে প্রেমের সম্পর্ককে পরিণতি দিতে চলেছেন অভিনেত্রী দেবলীনা। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ছবি ও ভিডিও শেয়ার করেছেন দেবলীনা। ভিডিওতে দেখা যাচ্ছে হাটু মুড়ে বসে ফিল্মি স্টাইলে দেবলীনাকে প্রপোজ করছেন বিশাল সিং। বহুদিন ধরেই বিশাল ও দেবলীনার প্রেম নিয়ে চর্চা চলে আসছে মুম্বাইয়ের ইন্ডাস্ট্রিতে।
এই ভিডিও শেয়ার হবার পর মুহূর্তের মধ্যেই তা ভাইরাল হয়ে পরে। আর অভিনেত্রীর ভক্তরা তাকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। আর আগামী দিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়েওছেন ভক্তরা। এরপর আরও বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন দেবলীনা ও বিশাল। যেখানে অভিনেত্রী লিখেছেন, ‘ইটস অফিসিয়াল’। আর ছবিতে গোলাপ হাতে একসাথে দেখা যাচ্ছে দুজনকে। সেই ছবিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে। মাত্র ঘন্টা দিয়েকের মধ্যেই প্রায় ৪০ হাজার লাইক পরে গিয়েছে ছবিতে।
তবে ভক্তদের জন্য একটা মন ভেঙে দেবার মত খবরও রয়েছে। কারণ বাস্তবে কিন্তু বাগদান সরেননি দুজনে। আসলে একটি আসন্ন মিউজিক ভিডিওর জন্য একসাথে কাজ করতে চলেছেন দুজনে। সেই কারণেই সবার নজর করার জন্য একপ্রকার প্রমোশন স্টান্ট ছিল এই ভিডিও ও ছবিগুলি। তাই যারা ভেবেছিলেন দেবলীনা বিয়ে করছেন তাদের একপ্রকার মন ভেঙে গেল।
View this post on Instagram
যদিও লাইভ ভিডিওতে দুজনে হাসি মুখেই জানিয়েছেন যে তারা আসলে একটি মিউজিক ভিডিও করছেন সেই জন্যই এমন একটা প্রমোশন করেছেন তাঁরা। সাথে তারা এটাও জানিয়েছেন যারা ভেবেছিলেন সত্যিই বিয়ে করছি আমরা ও এতো শুভেচ্ছা ও ভালোবাসা দিয়েছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। কিন্তু আমরা আসলে একটা মিউজিক ভিডিওর জন্য এনগেজড হয়েছি প্রথমবার।
প্রসঙ্গত, বিগবস ১৫ এর প্রতিযোগী হিসাবে দেখা গিয়েছিল দেবলীনা ভট্টাচার্যকে। বিগবস থেকে বেরিয়েই অপারেশন হয় তার, যার ফলে মানসিক ও শারীরিকভাবে বেশ কিছুটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। তবে এবার আবারও দর্শকদের মন নিজে নিতে শীঘ্রই হাজির হচ্ছেন অভিনেত্রী।