• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুগল প্লে স্টোর থেকে সরানো হল ভাইরাসগ্রস্ত ১৭ টি অ্যাপস। ইনস্টল থাকলে এখুনি ডিলিট করুন ফোন থেকে

গুগল সম্প্রতি প্লেস্টোর থেকে ১৭টি অ্যাপ্লিকেশন সরিয়ে দিয়েছে। যেমনটা  জোকের ম্যালওয়্যার দ্বারা সংক্রমিত ওই ১৭ টি অ্যাপ্লিকেশন। এপর্যন্ত অ্যাপ্লিকেশনগুলি ডাউনলোড করা হয়েছে লখ্যাধিক বার। এই অ্যাপ্লিকেশন গুলি আপনার ফোন থেকে এসএমএস, কন্ট্যাক্ট ইনফরমেশন ও টাকা  চুরি করার জন্য তৈরী করা হয়েছে এমনি বলা হচ্ছে।

নিচে এই ১৭ টি অ্যাপ্লিকেশনের লিস্ট দেওয়া হল :

   

১.  All Good PDF  Scanner
২. Mint Leaf Message-Your Private Message
৩. Unique Keyboard – Fancy Fonts & Free Emoticons
৪. Tangram App Lock
৫. Direct Messenger
৬. Private SMS
৭. One Sentence Translator – Multifunctional Translator
৮. Style Photo Collage
৯. Meticulous Scanner
১০. Desire Translate
১১. Talent Photo Editor – Blur Focus
১২. Care Messege
১৩. Part Messege
১৪. Paper Doc Scanner
১৫. Blue Scanner
১৬. Hummingbird PDF Scanner
১৭. All Good PDF Scanner

গুগলের মতে ব্যবহারকারীর মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য, এসএমএস চুরি করে নিতে সক্ষম এই অ্যাপ্লিকেশনগুলি। অ্যাপ্লিকেশনগুলির মধ্যে পিডিএফ স্ক্যানার, অ্যাপ লক,কোলাজ মেকার থেকে মেসেন্জার ও ট্রান্সলেটর অ্যাপ  আছে। এই অ্যাপ গুলির মধ্যে জোকার নামক এক প্রকার ম্যালওয়ারের উপস্থিতি লখ্য করা গেছে। জেডস্কেলার সিকিউরিটি এক গবেষক বলেছেন “এই ম্যালওয়্যার টি প্রধানত এন্ড্রোয়েড ব্যবহারকারিদেরকেই নিশানা করে। বার বার ব্যান করা সত্ত্বেও এই ম্যালিব্রেটি কোনো না কোনোভাবে প্লেস্টোরে ঢোকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।এই ম্যালওয়্যারটি “প্রিমিয়াম ওয়্যারলেস অ্যাপ্লিকেশন প্রোটোকল (WAP) পরিষেবার জন্য নিরবে সাইন আপ করার সাথে এসএমএস, কন্টাক্টের লিস্ট ও ডিভাইসের ডেটা চুরি করার জন্য ডিজাইন করা হয়েছে।”

তাই যদি আপনার ফোন এই ১৭টি অ্যাপ্লিকেশনের কোনোটি ইনস্টল করা থাকে তাহলে তা এক্ষুনি ডিলিট করে দিন।

site