• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভোল পাল্টে হ্যান্ডসাম হাঙ্ক ‘গোলমাল’ ছবির বাসুলি ভাই! নতুন লুকের কাছে ফেল সলমন, রইল অদেখা ছবি

Updated on:

Mukesh Tiwari,Mukesh Tiwari new look,Vasooli Bhai,bollywood,entertainment,মুকেশ তিওয়ারি,মুকেশ তিওয়ারি নতুন লুক,বলিউড,বসুলি ভাই,বিনোদন

বলিউডে (Bollywood) এমন অভিনেতা-অভিনেত্রী রয়েছেন যারা নিজেদের কেরিয়ারে কোনোদিন মুখ্য চরিত্রে অভিনয় না করেও দর্শকদের মন জয় করেছেন। নিজেদের পারফরম্যান্সের মাধ্যমে দর্শকদের একেবারে মন্ত্রমুগ্ধ করে দিয়েছেন তাঁরা। এমনই একজন অভিনেতা হলেন মুকেশ তিওয়ারি (Mukesh Tiwari)।

মুকেশের নাম শুনে মুখ মনে পড়লেও, তাঁর অভিনীত এক একটি বিখ্যাত চরিত্রের নাম শুনলে অভিনেতার মুখ মনে পড়বেই। ‘গঙ্গাজল’ সিনেমার ‘বাচ্চা যাদব’ থেকে শুরু করে ‘গোলমাল’ ছবির ‘বসুলি ভাই’- বলিউডের ইতিহাসের বেশ কিছু সুপারহিট ছবিতে স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন মুকেশ।

Mukesh Tiwari

এবার সেই অভিনেতাই ফের সংবাদমাধ্যমের শিরোনামে চলে এসেছেন। জানিয়ে রাখা প্রয়োজন, মুকেশ নিজের আগামী সিনেমার জন্য নয়, বরং নিজের ব্যক্তিগত জীবনের কারণে চর্চার কেন্দ্রে চলে এসেছেন। আসলে সম্প্রতি নেটদুনিয়ায় অভিনেতার নতুন লুকের (New look) একটি ছবি ভাইরাল হয়েছে। যা দেখে নেটিজেনদের চোখ কপালে উঠে গিয়েছে।

নেটিজেনদের একাংশের মত, পর্দার ‘বসুলি ভাই’এর বয়স যেন দিন দিন কমছে। কেউ আবার বলছেন, ‘বসুলি ভাই’ তো এখন বলিউড সুপারস্টার সলমন খানের থেকেও বেশি হ্যান্ডসাম হয়ে গিয়েছেন। নেটমাধ্যমে মুকেশের জনপ্রিয় সংলাপ ‘জলদি বোল কাল সুবাহ পানভেল নিকলনা হ্যায়’ দিয়ে নানান মিমেও ছেয়ে গিয়েছে। এক কথায় মুকেশের নতুন লুক নেটপাড়ায় একেবারে সুপারহিট।

Mukesh Tiwari new look

বলিউডের এই জনপ্রিয় অভিনেতার কাজের দিক থেকে বলা হলে, বহু সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। ‘চায়না গেট’ থেকে শুরু করে ‘গোলমাল’- মুকেশ অভিনীত চরিত্রগুলি এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। ‘চায়না গেট’ ছবিতে ‘চম্বল ডাকাত জগিরার’ চরিত্রে অভিনয় করে দর্শকদের সামনে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ রেখেছিলেন মুকেশ। এছাড়াও অজয় দেবগণ অভিনীত ‘গঙ্গাজল’ ছবির ‘বাচ্চা যাদব’, ‘গোলমাল’ ছবির ‘বসুলি ভাই’য়ের তো রয়েছেই।

Vasooli Bhai

তবে সাম্প্রতিক অতীতে অবশ্য মুকেশকে বড়পর্দায় দেখা যায়নি। তবে শোনা যাচ্ছে, শাহরুখ খান অভিনীত ‘পাঠান’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বসুলি ভাইকে। আপাতত দর্শকরা তাঁকে সেই চরিত্রে দেখার জন্য মুখিয়ে রয়েছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥