• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শীতেও ত্বকে আসবে গোল্ডেন গ্লো! রইল বাড়িতেই সম্পূর্ণ প্রাকৃতিক হলুদের ৩টি ফেসপ্যাক তৈরির পদ্ধতি

Published on:

Golden Glow in Winter Season with Harbal turmeric facepack see making process

ত্বক ভালো রাখতে সবসময় তার যত্ন করতে হয়। প্রত্যেকটি মানুষেরই নিজস্ব ত্বক পরিচর্যার একটি রুটিন থাকে। কেউ বিশেষজ্ঞের পরামর্শ মেনে চলেন, কেউ আবার ঘরোয়া টোটকাতেই বিশ্বাস করেন। আজকের প্রতিবেদনে হলুদ (Turmeric) দিয়ে ৩টি সহজ ফেসপ্যাক (Turmeric face pack) বানানোর পদ্ধতি তুলে ধরা হল, যেগুলি ব্যবহার করে আপনি শীতের শুষ্ক মরসুমেও পেয়ে যাবেন সোনার মতো জেল্লা।

হলুদ, দুধ ও আমন্ড পাউডার (Turmeric, Milk, Almond Powder) – হলুদ ত্বকের জন্য খুবই উপকারী একটি উপাদান। একইসঙ্গে আমন্ড পাউডার এবং দুধেরও নিজস্ব গুণাগুণ রয়েছে। ত্বকের আর্দ্রতা বজায় রাখা এবং জেল্লা ফেরানোয় কাজে আসে দুধ। তাই এই ৩টি উপাদান মিশিয়েই বানিয়ে ফেলতে পারেন একটি ঘরোয়া ফেসপ্যাক।

Turmeric face pack

প্রথমে একটি পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো নিন। এপর সেটির সঙ্গে আমন্ড পাউডার এবং দুধ মিশিয়ে ভালো করে মেঘান। ঘন মিশ্রণ তৈরি হওয়ার পর সেটি নিজের মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট লাগিয়ে রাখার পর মুখ ধুয়ে ফেলুন।

হলুদ, মুলতানি মাটি এবং টক দই (Turmeric, Multani Mitti, Curd) – আপনার ত্বক যদি শুষ্ক হয়, তাহলে ব্যবহার না করাই শ্রেয়। তবে সাধারণ ত্বক এবং তৈলাক্ত ত্বকে ব্যবহার করতেই পারেন।  একটি পাত্রে ১ টেবিল চামচ দই, ১ চা চামচ মুলতানি মাটি এবং এক চিমটে হলুদ নিন। এরপর সেটিকে ভালো করে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। আপনি চাইলে মিশ্রণ তৈরি করার সময় গোলাপ জলও মেশাতে পারেন। এরপরেই মিশ্রণটি ভালো করে মুখে লাগিয়ে ১০-১২ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন।

Turmeric face pack

হলুদ গুঁড়ো ও চন্দন (Turmeric & Sandalwood) – হলুদ গুঁড়োর মতোই চন্দনের গুঁড়োও ত্বকের জন্য প্রচণ্ড উপকারী। যে কোন ত্বকের প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে পারে চন্দন। একটি পাত্রে চন্দনের গুঁড়ো এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো নিন।

Turmeric face pack

এরপর সেটির সঙ্গে মিশিয়ে নিন গোলাপ জল। পরিমাণ অনুযায়ী, গোলাপ জল নিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। এরপর সেটি নিজের মুখে লাগিয়ে নিন। চাইলে গলায় এবং ঘাড়েও লাগাতে পারেন। ১০-১২ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিজেই বুঝতে পারবেন আপনার ত্বকের কতখানি উন্নতি হয়েছে।

বিঃ দ্রঃ- এই প্রতিবেদনটি সাধারণ তথ্যের জন্য। কোনও ওষুধ কিংবা চিকিৎসার অঙ্গ নয়। বিস্তারিত জানতে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥