• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

স্বর্ণকন্যা! ৪০ কোটির সোনার পোশাক পরে আরবের মঞ্চ মাতালেন উর্বশী রাউতেলা

Published on:

Urvashi rautela,arab,model,golden dress,উর্বশী রাউতেলা,আরব,মডেল,সোনার জামা

নামেও তিনি উর্বশী আর সৌন্দর্যেও। বলিউডের সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন উর্বশী রাউতেলা (URVASHI RAUTELA)। নিজের মোহময়ী অভিনয় ও স্টাইলে দর্শকদের মাতিয়েছেন বহুবার। ‘সুলতান’, ‘পাগল পানতি’, ‘গ্রেট গ্রান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ৪’ এর মত ছবি করেছেন অভিনেত্রী। এককালে তাকে নিয়ে চর্চার শেষ ছিল না।

সবসময়ই বোল্ড অবতারে নিজেকে মেলে ধরেন অভিনেত্রী৷ বলিউডে অভিনয়ের ক্ষেত্রে খুব একটা জনপ্রিয়তা না পেলেও আইটেম সং এবং মডেলিং-এ তার ধামাকার জুড়ি মেলা ভার। তাই তার সাহসিকতা নিয়ে প্রশ্ন না তোলাই ভালো। সম্প্রতি মিস ইউনিভার্স ২০২১ এ ভারত থেকে বিচারকের আসন আলো করেছিলেন উর্বশী রাউতেলা। নিজের হাতে ভারতের পতাকা তুলে নিয়ে হারনাজের সাথে কথোপকথনের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

Urvashi rautela,arab,model,golden dress,উর্বশী রাউতেলা,আরব,মডেল,সোনার জামা

এবার উর্বশী হয়ে উঠলেন স্বর্ণ কন্যা৷ আরব ফ্যাশন উইকে গিয়ে শোস টপার তকমা জোটালেন মডেল অভিনেত্রী। সর্বাঙ্গে সোনালী রঙের পোশাক জড়িয়ে সকলের চোখ ধাঁধিয়ে দিয়েছেন উর্বশী৷ সংবাদ মাধ্যমের দাবি, উর্বশীর এই পোশাকের দাম প্রায় ৪০ কোটি টাকা৷

Urvashi rautela,arab,model,golden dress,উর্বশী রাউতেলা,আরব,মডেল,সোনার জামা

গত কয়েক দিনে ইনস্টাগ্রাম থেকে সর্বত্র ভাইরাল তার এই পোশাকের ছবিই। উর্বশীর এই হাই স্লিট গাউনে কারুকার্য করা ছিল সোনা এবং হীরের। চোখ ধাঁধানো এই পোশাক ডিজাইন করেছেন ফেরনে ওয়ান আমান্তল। এর আগে বিশ্বের অন্যতম নামী গায়িকা জেনিফার লোপেজের পোশাকও তিনি ডিজাইন করেছিলেন।

Urvashi rautela,arab,model,golden dress,উর্বশী রাউতেলা,আরব,মডেল,সোনার জামা

এর আগেও উর্বশী গিয়েছিলেন আরব কাউন্সিলের ফ্যাশন শোতে। সেখানে রানি ক্লিওপেট্রা সেজেছিলেন তিনি। হিরা ও সোনা দিয়ে তৈরি ছিল তার গোটা পোশাক। একেবারে সোনায় মুড়ে দেয়া হয়েছে তাকে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন উর্বশী নিজেই।

 

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥