• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টলিপাড়ায় সুখবর, বিয়ের মরসুমে সাত পাক ঘুরছেন ‘গোধূলি আলাপ’ অভিনেত্রী, রইল হবু স্বামীর পরিচয়

Updated on:

Godhuli Alap’s Rohini AKA Roshni Bhattacharya is getting married

শীত পড়েছে আর চারিদিকে বিয়ের সানাই বাজতে শুরু করে দিয়েছে। বিনোদন ইন্ডাস্ট্রির বহু তারকাও এই বিয়ের মরসুমেই সাত পাক ঘুরছেন। এবার যেমন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘গোধূলি আলাপ’ (Godhuli Alap) অনুরাগীদের জন্য সুখবর এল। কারণ এই ধারাবাহিকের অভিনেত্রী শীঘ্রই সাত পাক ঘুরতে চলেছেন।

সম্প্রতি এক নামী সংবাদমাধ্যমের কাছে নিজের বিয়ে নিয়ে মুখ খুলেছেন ‘গোধূলি আলাপ’ এর রোহিণী (Rohini) অর্থাৎ অভিনেত্রী রোশনি ভট্টাচার্য (Roshni Bhattacharya)। যদিও এটি তাঁর প্রথম বিয়ে নয়, এর আগেও একবার বিয়ে হয়েছে তাঁর। এই বিয়ের মরসুমে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন তিনি। তাই নাম দিয়েছেন ‘বিয়ে ২.০’।

Godhuli Alap Rohini, Roshni Bhattacharya

পর্দায় প্রায় চার বার সাত পাক ঘুরেছেন রোহিণী। তবে বাস্তব জীবনে এই নিয়ে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী। যদিও এখানে একটি টুইস্ট রয়েছে। কারণ দ্বিতীয় বিয়ে হলেও অভিনেত্রীর পাত্র কিন্তু পাল্টায়নি। অর্থাৎ একই ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার পরিণয় সূত্রে আবদ্ধ হতে চলেছেন নায়িকা। আগামী ৮ ডিসেম্বর সাত পাক ঘুরবেন তাঁরা।

রোশনি গত বছর এই রকম সময় নাগাদ আইনি মতে বিয়ে করেছিলেন। তবে হঠাৎ করেই অভিনেত্রীর শ্বশুর প্রয়াত হন। তাই এই বছর সামাজিক বিয়ে করতে চলেছেন পর্দার রোহিণী এবং তাঁর স্বামী তূর্জ। জানিয়ে রাখি, জনপ্রিয় এই টেলি অভিনেত্রীর স্বামী কিন্তু বিনোদন দুনিয়ার মানুষ নন। তিনি পারিবারিক ব্যবসা চালান। তবে মাঝেমধ্যেই টলি সেলেবদের সঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা যাবে তূর্জকে।

Roshni Bhattacharya marriage, Roshni Bhattacharya Turjya Sen

‘গোধূলি আলাপ’এর রোহিণী নিজের বিয়ের প্রসঙ্গে বলেন, ‘যতটা সম্ভব নিয়ম মানার চেষ্টা করব আমি। বিয়ে হবে বেদ মেনে। গত ১ বছর ধরে আমি যেহেতু বিবাহিত। সেই কারণ এটা হবে আমার বিয়ে ২.০’। সইসাবুদ করে বিয়ে করার পর গত এক বছর ধরে একসঙ্গেই থাকছিলেন রোশনি এবং তূর্জ। তবে এই বছর এই ক’টা দিন আলাদা থাকবেন বলেই জানিয়েছেন অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘রানি রাসমণি’ ধারাবাহিকে অভিনয় করে রোশনি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। ‘গোধূলি আলাপ’এর রোহিণী হিসেবে সেই জনপ্রিয়তা আরও অনেকটা বেড়ে গিয়েছে। ইতিমধ্যেই টলিপাড়ার নামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে একটি সিনেমাও করে ফেলেছেন তিনি। ছবির নাম ‘অতি উত্তম’। এখনও মুক্তি পায়নি রোশনির সিনেমা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥